Adsterra

লোড হচ্ছে...

ঢাবির মুজিব হলের নাম পাল্টে শহীদ ওসমান হাদি দিলেন শিক্ষার্থীরা

হাদি গুলিবিদ্ধ, মোটরসাইকেল হামলা, বিজয়নগর সংবাদ, নির্বাচনী সহিংসতা, ঢাকা ক্রাইম, প্রত্যক্ষদর্শীর বর্ণনা, পুলিশ তদন্ত, ব্রেকিং নিউজ, রাজধানী ঘটনা, নিরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে নতুন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নামকরণের ঘোষণা দেন হল সংসদের নেতারা। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হলের প্রধান ফটকে ‘শহীদ ওসমান হাদী হল’ লেখা একটি ব্যানার টানিয়ে এ ঘোষণা দেওয়া হয়।

হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ জানান, হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণস্বাক্ষর গ্রহণ করা হয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী নাম পরিবর্তনের দাবির পক্ষে মত দিয়েছেন। 

আরও পড়ুন যেভাবে রাজপথের বিপ্লবী হয়ে ওঠেন ওসমান হাদি

এর আগেও আমরা দুই দফা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছি। তবে অপশক্তির ইশারায় তখন বিষয়টি বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে তিনি আরও বলেন, আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো- আগামী সিন্ডিকেট সভায় যেন বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয় এবং হলটির নাম পরিবর্তন করে শহীদ শরীফ ওসমান হাদীর নামে করা হয়।

No comments

Powered by Blogger.