Adsterra

লোড হচ্ছে...

কোনো সুসংবাদ পেলে যে দোয়া পড়া সুন্নত


কোনো সুসংবাদ পেলে যে দোয়া পড়া সুন্নত,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

আনন্দ-সুখ কিংবা দুঃখ-কষ্ট সবই মহান আল্লাহর পক্ষ থেকে। আনন্দের মুহূর্তে যেমন তাঁর প্রশংসা করা কর্তব্য, তেমনি দুঃখ-কষ্টের সময়েও তার কাছে আত্মসমর্পণ করা জরুরি। তাই রাসুল (সা.) আনন্দের কোনো কিছু দেখলে বলতেন - 

الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ

উচ্চারণ : ‘আলহামদুলিল্লাহ আল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত’।

অর্থ : সব প্রশংসা আল্লাহর জন্য, যার নেয়ামতের মাধ্যমে ভালো কাজগুলো সম্পন্ন হয়।

আর যখন কোনো অপছন্দনীয় কিছু দেখতেন তখন বলতেন -

الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ

উচ্চারণ : ‘আল্লাহমদুলিল্লাহি আলা কুল্লি হাল।’

অর্থ : সব প্রশংসা সব অবস্থায় মহান আল্লাহর জন্য। 

আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন কোনো পছন্দনীয়  কিছু দেখতেন তিনি (উল্লিখিত প্রথম) দোয়াটি পড়তেন। আর যখন কোনো অপছন্দনীয় কিছু দেখতেন তিনি (উল্লিখিত দ্বিতীয়) দোয়াটি পড়তেন।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৮০৩)

 আরও পড়ুন       সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.