রূপগঞ্জে জাতীয় নির্বাচন শতভাগ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হবে: ইউএনও
রূপগঞ্জে আগামী জাতীয় সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনকালীন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবে এ প্রতিবেদকের কাছে তিনি এ কথা বলেন। নির্বাচন উপলক্ষে রূপগঞ্জ উপজেলার মাঠ প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ইউএনও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলায় মাঠ প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। উপজেলায় মোট ১২৯টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রতি কেন্দ্রে ১১ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পুলিশের সদস্যসংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। ভোটকেন্দ্রের বাইরে রিজার্ভ ফোর্স থাকবে এবং প্রয়োজনে বিজিবি মোতায়েন করা হতে পারে।
এ ছাড়া র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করতে পারেন বলে জানান ইউএনও। তিনি বলেন, তারা নিজ নিজ বাহিনীর পরিকল্পনা অনুযায়ী কোথায় ও কীভাবে অবস্থান নেবেন তা নির্ধারণ করবেন। পুলিশ ও আনসারের দায়িত্ব বণ্টন ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
তিনি আরও জানান, ১২৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকির মাত্রা অনুযায়ী বিভিন্ন কালার জোনে ভাগ করা হয়েছে। যেসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলোকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, যারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
নির্বাচনে কোনো চ্যালেঞ্জ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, বড় কোনো চ্যালেঞ্জ দেখছি না। ছোটখাটো যেসব সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধান করা হবে।


No comments