Adsterra

লোড হচ্ছে...

সম্পর্কে আগ্রহ হারিয়েছে সঙ্গী, বুঝবেন যেভাবে

সম্পর্ক টিপস, সঙ্গী আগ্রহ কমা, প্রেম, যত্ন, ঘনিষ্ঠতা, মানসিক দূরত্ব, যোগাযোগ সমস্যা, সম্পর্কের সমস্যা, সম্পর্কের পরামর্শ, প্রেমের টিপস

সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসা, সম্মান আর পারস্পরিক বোঝাপড়ার বিকল্প নেই। কিন্তু কখনো কখনো মনে হয়,সঙ্গীর যেন আর কোনো মনোযোগ নেই সম্পর্কের প্রতি। তখনই শুরু হয় টানাপোড়ন। একসঙ্গে থাকলেও মনে হয় যেন দূরত্ব বাড়ছে।

আপনার সঙ্গী সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেললে কিছু লক্ষণ প্রকাশ পাবে তার আচরণে। সেরকম লক্ষণ দেখলে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে খোলাখুলি আলোচনা করাই ভালো।

 

আগ্রহ হারানোর সাধারণ কিছু লক্ষণ-

যোগাযোগ কমে যাওয়া : তিনি আপনার সাথে আগের মতো কথা বলতে চান না । ফোনে কথা বলা, মেসেজ আদান-প্রদান এড়িয়ে চলেন।

ঘনিষ্ঠতা এড়িয়ে চলা : আপনার সঙ্গে মানসিক বা শারীরিক ঘনিষ্ঠতা এড়িয়ে চলেন।

উদাসীনতা : তিনি আপনার বর্তমান জীবন বা সম্পর্ক কোন দিকে যাচ্ছে সে সম্পর্কে উদাসীন হয়ে পড়েছেন।

একসঙ্গে সময় না কাটানো : তিনি একসঙ্গে সময় কাটাতে আগ্রহ দেখান না। প্রায়ই একা থাকতে চান।

ভবিষ্যতের পরিকল্পনা না করা : ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা তৈরি করেন না । সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চান না।

যত্নের অভাব : তিনি আপনার প্রয়োজনের প্রতি আর যত্নশীল হোন না। আপনার প্রতি আগের মতো মনোযোগ দেন না।

কৌতূহলের অভাব : আপনার জীবন বা আপনার পছন্দের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন না। 

কথা কম বলা : তিনি আপনার সাথে কথা বলতে চান না। ঘরে থাকলেও প্রায়ই চুপচাপ থাকেন।

অপ্রীতিকর আচরণ : তিনি আপনাকে এড়িয়ে যেতে শুরু করতে পারেন । কখনও আবার আপনার প্রতি রুক্ষ আচরণ করতে পারেন।

সম্পর্কে অসন্তোষ : তিনি সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট বা বিরক্ত থাকেন।

 

এমন হলে কী করবেন

খোলাখুলি আলোচনা করুন : সঙ্গীর আচরণে আপনি কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে তার সাথে খোলাখুলি আলোচনা করুন।

একসঙ্গে সময় কাটান : একসঙ্গে কিছু আনন্দদায়ক কার্যকলাপের পরিকল্পনা করুন, যেমন একটি ডেটে যাওয়া বা ঘুরতে যাওয়া।

নিজেকে সময় দিন : নিজের যত্ন নিন এবং আপনার নিজের ভালো থাকার দিকে মনোযোগ দিন।

সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাবুন : তিনি যদি এখনও আপনার প্রতি আগ্রহ প্রকাশ না করেন, তাহলে সম্পর্কটির ভবিষ্যৎ নিয়ে ভালোভাবে চিন্তা করুন।

No comments

Powered by Blogger.