শাবনূর : ঢালিউডের গর্বিত এক অধ্যায়
ঢাকাই চলচ্চিত্রের গর্বিত একটি অধ্যায়ের নাম শাবনূর। ভক্তরা তার নাম দেন ‘শিশিরস্নাত’ অভিনেত্রী। দীর্ঘদিন ধরে অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও বিন্দুমাত্র জনপ্রিয়তা কমেনি তার। আজও সব শ্রেণির দর্শকের কাছে উজ্জ্বল তারা হয়েই রয়েছেন শাবনূর। ঢালিউডের আলোকিত এই তারকা আজ পা রাখলেন জীবনের সাতচল্লিশ’তম বছরে।
পে-স্কেল সুপারিশ চূড়ান্তে বৈঠকে বসছে কমিশনপে-স্কেল সুপারিশ চূড়ান্তে বৈঠকে বসছে কমিশন
১৯৭৯ সালের এই দিনে যশোর জেলার শার্শা উপজেলার নাভারনে জন্মগ্রহণ করেন নন্দিত এই তারকা। অনেক দিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ী বসবাস করায় পরিবারের সঙ্গে এবারের জন্মদিনটাও কাটছে সেখানে। শাবনূর এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন। তার ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন রাত ১২টার পর থেকেই।
সেনাবাহিনী বলছে সু চি সুস্থ, ছেলের দাবি প্রমাণ দেখাতে হবেসেনাবাহিনী বলছে সু চি সুস্থ, ছেলের দাবি প্রমাণ দেখাতে হবে
শাবনূর বলেন, ‘আল্লাহর রহমতে চলচ্চিত্রে এখনো যথেষ্ট সম্মান নিয়েই আছি আমি। আমার অভিনয় জীবনের পথচলায় আমার প্রত্যেক চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, সিনেমাটোগ্রাফার, কাহিনিকার, প্রোডাকশন বয়, ট্রলিম্যান থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমার বোন ঝুমুরের কথা উল্লেখ করতেই হয়। সবার সহযোগিতাতেই আমি আজকের শাবনূর। চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই।’ অস্ট্রেলিয়ার সিডনিতে বাস শাবনূরের। সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলসাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
মাঝেমধ্যে দেশে এলে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন এই অভিনেত্রী। সবশেষ শাবনূরকে ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে। এরপর আর কোনো ছবিতে পাওয়া যায়নি দর্শকপ্রিয় এ তারকাকে। প্রয়াত পরিচালক এহতেশামের হাত ধরে চলচ্চিত্রের পথচলা শুরু তার। ‘চাঁদনি রাতে’ নামের সে সিনেমা মুক্তির পর আর পেছন ফিরে তাকাতে হয়নি শাবনূরকে।


No comments