Adsterra

লোড হচ্ছে...

বলিউডে আরিফিন শুভ, টিজারেই বাজিমাত


বলিউডে আরিফিন শুভ, টিজারেই বাজিমাত,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

বলিউডের কোনো সিনেমা বা সিরিজে বাংলাদেশি অভিনেতার কাজ-এমন খবর বরাবরই ঢাকার দর্শকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস তৈরি করে। আর সেই কাজ যদি হয় পুরো গল্পের মূল চরিত্রে, তবে সেই আনন্দ নিঃসন্দেহে বহুগুণে বেড়ে যায়। ঠিক এমন এক সময়েই ‘জ্যাজ সিটি’ নিয়ে এলো সুখবর।  যেখানে ঢাকার নায়ক আরিফিন শুভ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। 

গতকাল ১৬ ডিসেম্বর সনি লিভ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ‘জ্যাজ সিটি’র টিজার। আর সেই ঘোষণার পরই নড়েচড়ে বসেছে দুই বাংলার দর্শক। টিজারে আরিফিন শুভকে দেখা গেছে জিমি রায় চরিত্রে-যে চরিত্রকে ঘিরেই আবর্তিত পুরো সিরিজের গল্প। বলা যায়, জিমিই এই সিরিজের প্রাণ।

টিজারে শুভকে দেখা যায় একাধিক ভিন্ন লুকে। কোথাও ধূসর রঙের স্লিম কাট স্যুটে মার্জিত ও রহস্যময়, কোথাও আবার ঝকঝকে সাদা স্যুট পরে নাচে মগ্ন। প্রতিটি লুকেই রয়েছে রেট্রো ছোঁয়া-চুলের স্টাইল, পোশাক ও শরীরী ভাষায় স্পষ্টভাবে ফুটে উঠেছে ১৯৭০-এর দশকের আবহ।

জিমি রায় চরিত্রটি নিয়ে আরিফিন শুভ বলেন,‘এটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে শুধু সংলাপ নয়-সংগীতও গল্প বলে। অনেক অনুভূতি ও পরিস্থিতি সংলাপের বাইরে সংগীত, নীরবতা ও মুহূর্তের মাধ্যমে প্রকাশ পায়। পুরো সিরিজজুড়ে জ্যাজ মিউজিকের একটি গভীর আবহ অনুভব করা যাবে।’

জানা গেছে, নিজের প্রথম বলিউড প্রজেক্টে শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়-বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি-যা এই সিরিজকে আরও আলাদা মাত্রা দিয়েছে।টিজার থেকে আরও জানা যায়, ‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপড়েন ও পরিবর্তনের গল্পই উঠে আসবে সিরিজটিতে। নির্মাণশৈলীতে ইতিহাস ও আবহকে যতটা সম্ভব জীবন্ত করে তোলার চেষ্টা করা হয়েছে—যাতে দর্শক যেন সত্যিই সেই সময়ে ফিরে যেতে পারে।

সিরিজটির নির্মাতা সৌমিক সেন-যিনি এর আগে আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে বলিউডে প্রশংসা কুড়িয়েছেন। ‘জ্যাজ সিটি’-তে তিনি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন। আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সৌরসেনী মিত্র। এছাড়া রয়েছেন বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত মুখ।

সনি লিভ জানিয়েছে, ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি হিন্দি, বাংলা ও ইংরেজি—এই তিন ভাষায় মুক্তি পাবে ‘জ্যাজ সিটি’। টিজার মুক্তির পর থেকেই সিরিজটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

 আরও পড়ুন        ভোটের প্রস্তুতি নিয়ে ইসি এখনও অগোছালো 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.