Adsterra

লোড হচ্ছে...

বিজয় দিবসের টিভি আয়োজন


বিজয় দিবসের টিভি আয়োজন,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

বিজয় দিবস উপলক্ষে আজ বাংলাদেশ টেলিভিশনসহ দেশের বেসরকারি চ্যানেলগুলো সাজিয়েছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মত্যাগ ও বিজয়ের চেতনাকে স্মরণ করে রয়েছে নাটক, প্রামাণ্যচিত্র, আলোচনা অনুষ্ঠান, সংগীত, নৃত্য ও শিশুতোষ অনুষ্ঠান। নির্বাচিত সেসব আয়োজন নিয়েই এ প্রতিবেদন।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রচার করবে দিনব্যাপী অনুষ্ঠানমালা। সকাল সাড়ে ৬টায় জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দিনের আয়োজন শুরু হবে। সকাল ৯টায় প্রচার হয় শিশুতোষ অনুষ্ঠান এবং সকাল ১০টায় নৃত্যানুষ্ঠান ‘বিজয় পতাকা’। কবিরুল ইসলাম রতন, ফারহানা চৌধুরী বেবী ও শাহানুর খান রিপনের নৃত্য পরিচালনায় পরিবেশনা করবেন একদল নৃত্যশিল্পী।

বেলা ১১টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে বিটিভি। দুপুর সাড়ে ১২টায় কবিতা আবৃত্তি, দুপুর আড়াইটায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রচার হয়, বিকেল ৫টায় স্বরচিত কবিতা পাঠ এবং বিকেল সাড়ে ৫টায় বিশেষ সংগীতানুষ্ঠান প্রচার হবে। সন্ধ্যা ৭টায় থাকছে বিশেষ আলেখ্যানুষ্ঠান। রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘মানচিত্র’। কাজী আসাদের রচনায় ও মামুন মাহমুদের প্রযোজনায় নির্মিত নাটকটি পরিচালিত হয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। নাটকে অভিনয় করেছেন সাব্বির আহমেদ, কাজী আসাদ, আইনুন নাহার পুতুলসহ অনেকে। রাত ১১টায় প্রচার হবে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। 

চ্যানেল আইয়ে সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’, বেলা ১১টা ৫ মিনিটে চ্যানেল আই চত্বর থেকে সরাসরি ‘স্মরণে বরণে বিজয় দিবস’, বিকেল ৩টা ৫ মিনিটে সিনেমা ‘অজ্ঞাতনামা’, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান ‘ইকোসাইড ১৯৭১’ প্রচারিত হবে। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ডাক্তার বাড়ি’ প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। ফরিদুর রেজা সাগরের লেখা ‘বাড়ি’ সিরিজের ২১তম নাটকটি রাজু আলীমের চিত্রনাট্যে পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। সাদিয়া ইসলাম মৌ ,আহসান হাবিব নাসিম, নরেশ ভূঁইয়াসহ আরও অনেকে।  

এনটিভিতে সকাল ৮টা ৩০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘গান দিয়ে শুরু’। এতে গাইবেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠশিল্পী শাহীন সামাদ। এটি প্রযোজনা করেছনে ইউসুফ আহমেদ। বাংলাভিশনে প্রচার হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘হৃদয়ে ৭১’। মুক্তিযোদ্ধা ও গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব থাকছে বিকেল ৫টা ১০ মিনিটে। আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী শাহীন সামাদ। 

দীপ্ত টিভিতে রাত ১১টা ৩৫ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে বিশেষ প্রামাণ্য কাহিনিচিত্র ‘স্বাধীনতার শেষ যুদ্ধ’। মিরপুর যুদ্ধের ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরেছে এই প্রামাণ্যচিত্র। কাহিনিচিত্রটির গবেষণা ও চিত্রনাট্য করেছেন মারুফ হাসান ও চিত্রনাট্য সম্পাদনা করেছেন নাসিমুল হাসান। ব্রাত্য আমিনের তত্ত্বাবধানে এটি পরিচালনা করেছেন ফিরোজ কবির ডলার। 

শিশুদের জন্য দুরন্ত টিভির বিশেষ আয়োজন নৃত্যানুষ্ঠান ‘লাল সবুজের বিজয়’। অনুষ্ঠানটি প্রচার হবে দুপুর ১২টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টায়। পাশাপাশি সন্ধ্যা ৬টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘আমাদের মুক্তির গান’, যেখানে উঠে আসবে মুক্তিযুদ্ধকালীন শিল্পীদের সংগ্রামী ভূমিকার গল্প।


 আরও পড়ুন      জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.