Adsterra

লোড হচ্ছে...

নাইট রাইডার্সে সতীর্থ হিসেবে যাদের পাচ্ছেন মোস্তাফিজ

কলকাতা নাইট রাইডার্স, মোস্তাফিজ, আইপিএল, নিলাম, ক্রিকেট, কেকেআর, খেলোয়াড়, ক্যামেরন গ্রিন, পারিশ্রমিক, আবুধাবি

আবুধাবিতে মঙ্গলবার শেষ হওয়া আইপিএলের মিনি নিলামে খেলোয়াড় কেনায় সবচেয়ে বেশি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিলামে মোট ৭৭ জন খেলোয়াড় বিক্রি হয়েছে। শুধু কেকেআর খরচ করেছে প্রায় ২১৫.৪৫ কোটি রুপি। নিলামে অংশ নেওয়া অন্য দলের চেয়ে তাদের বাজেট ২০ কোটি রুপি বেশি ছিল। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানও খেলবেন নাইটদের হয়ে।
মোস্তাফিজকে ৯.২০ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে নাইট রাইডার্স; যা আইপিএলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোনো বাংলাদেশি ক্রিকেটারের নতুন রেকর্ড। এছাড়া অস্ট্রেলীয় অল-রাউন্ডার ক্যামেরন গ্রিনকে তারা ২৫.২০ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে। গ্রিন হয়ে গেছেন আইপিএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া খেলোয়াড় এবং লিগের সর্বোচ্চ দাম পাওয়া বিদেশি ক্রিকেটার।
ম্যাচ শুরুর আগে হঠাৎ মাথা ঘোরা-বমিভাব; কী হয়েছিল স্মিথের?ম্যাচ শুরুর আগে হঠাৎ মাথা ঘোরা-বমিভাব; কী হয়েছিল স্মিথের?
নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স তাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ধরে রেখেছে, যারা আসন্ন মৌসুমে দলের মেরুদণ্ড হিসেবে কাজ করবে। রিটেইন করা খেলোয়াড়রা হলেন- অজিঙ্কা রাহানে, সুনিল নারিন, রিঙ্কু সিং, অংকৃষ রাঘুবংশী, মানীশ পাণ্ডে, বরুণ চক্রবর্তী, রামানদীপ সিং, অঙ্কুল রায়, রোভম্যান পাওয়েল, হর্ষিত রানা, বৈভব অরোরা, উমরান মালিক।
মিনি নিলামে কেকেআর গুরুত্ব দিয়েছে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণে। গতকাল তারা দলে ভিড়িয়েছে- ক্যামেরন গ্রিন (২৫.২০ কোটি), মাথিশা পাতিরানা (১৮ কোটি), মোস্তাফিজুর রহমান (৯.২০ কোটি), তেজস্বী সিং (৩ কোটি), ফিন অ্যালেন (২ কোটি), টিম সেইফার্ট (১.৫০ কোটি), রাহুল ত্রিপাঠি (৭৫ লক্ষ), কার্তিক ত্যাগী (৩০ লক্ষ), ডাকশ কামরা (৩০ লক্ষ), সার্থক রঞ্জন (৩০ লক্ষ), প্রশান্ত সোলঙ্কি (৩০ লক্ষ), আকাশদীপ (১ কোটি) এবং রচিন রবীন্দ্রকে (২ কোটি)।



No comments

Powered by Blogger.