Adsterra

লোড হচ্ছে...

ইরানের স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কার


ইরানের স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কার, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

ইরানে স্বর্ণের একটি বিশাল মজুত আবিষ্কৃত হয়েছে। দেশটির দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত বেসরকারি মালিকানাধীন শাদান স্বর্ণ খনিতে নতুন একটি স্বর্ণের শিরা বা ভেইন স্ট্রাকচার শনাক্ত হয়েছে। এ ঘটনাকে দেশটির খনিজ মজুতের জন্য একটি বড় অগ্রগতি হিসেবে দেখছে স্থানীয় সংবাদমাধ্যম। নব আবিষ্কৃত এই মজুত ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যাচাই ও অনুমোদন করেছে। ইরানের সরকার সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই স্বর্ণখানির মজুত প্রায় ৬১ মিলিয়ন টন বলে নিশ্চিত হওয়া গেছে। মূল্যায়নে দেখা গেছে, নতুন শিরাটিতে রয়েছে ৭ দশমিক ৯৫ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং ৫৩ দশমিক ১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক। নতুন ভাণ্ডারটি ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক সরকারিভাবে যাচাই করা হয়েছে বলে জানা গেছে।ইরান আনুষ্ঠানিকভাবে দেশের স্বর্ণ ভাণ্ডারের পরিমাণ প্রকাশ করেনি, তবে সাম্প্রতিক বছরে ক্রয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদরেজা ফারজিন জানিয়েছেন, ২০২৩-২৪ সালে কেন্দ্রীয় ব্যাংকটি বিশ্বে শীর্ষ পাঁচ স্বর্ণ-ক্রয়কারী ব্যাংকের একটি ছিল। দেশটির আইএসএনএ সংবাদমাধ্যমেও এ তথ্য প্রকাশিত হয়।স্থানীয় সংবাদমাধ্যম কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ইয়েকতা আশরাফির উক্তি উল্লেখ করেছে, ‘স্বর্ণ ভাণ্ডার বৃদ্ধি দেশের অর্থনীতিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বোঝা থেকে সহায়তা করবে।’ ইরানে মোট ১৫টি স্বর্ণ খনি রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় খনি হলো দেশের উত্তর-পশ্চিমে অবস্থিত জারশুরান খনি। ডলারের বিপরীতে রিয়ালের ক্রমাগত দরপতন ও লাগামহীন মুদ্রাস্ফীতির কারণে অনেক ইরানির জন্য স্বর্ণই এখন নিরাপদ বিনিয়োগ।

আরও পড়ুন       সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.