খালেদা জিয়ার জানাজা ও দাফন কখন, কোথায়
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি আরও জানান, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। দাফন ও জানাজার সময়সূচি চূড়ান্ত করার জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করছে।
খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে নানা অসুস্থতা ছিল। চলতি বছরের ৭ জানুয়ারি তিনি লন্ডনে চিকিৎসা গ্রহণ করেছিলেন এবং কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। তবে বয়স ও নানা রোগের জটিলতায় শরীর-মনে ধকলের কারণে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। প্রয়োজন অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হতো।
গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এক মাসেরও বেশি সময় তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসার প্রতিক্রিয়া না দেখিয়ে তিনি মৃত্যুবরণ করেন।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন’ নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে।


No comments