Adsterra

লোড হচ্ছে...

ব্যাংক জামানতের পরিবর্তে চেক নেওয়ার প্রস্তাব


ব্যাংক জামানতের পরিবর্তে চেক নেওয়ার প্রস্তাব,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের কার্যক্রম গুছিয়ে এনেও শঙ্কা কাটছে না বিসিবির। যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপের (আইএমজি) সঙ্গে চুক্তিও হয়েছে বিসিবির। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা হয়েছে যাচাই-বাছাই সম্পন্ন করে। খেলোয়াড় নিলামের সময় ঘোষণা করা হয়েছে। এত কিছুর পরও অনিশ্চয়তা রয়ে গেছে বিপিএলের আয়োজনে। কারণ গতকাল পর্যন্ত ১০ কোটি টাকা করে ব্যাংক জামানত দেয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো।পরিসর ছোট হলেও টুর্নামেন্টের স্বচ্ছতার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলে প্রথম থেকে বলে এসেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা। এ কারণে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার আগে প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা দেখা হয়েছে বলে ৬ নভেম্বরের ব্রিফিংয়ে বলা হয়েছিল। বিসিবির সিনিয়র সহসভাপতি শাখাওয়াত হোসেন নাভানা টাওয়ারে বলেছিলেন, ‘আমরা তিনটি জিনিস দেখেছি ফ্র্যাঞ্চাইজি মনোনয়নের ক্ষেত্রে– আর্থিক সক্ষমতা, ক্রিকেটের প্রতি নিবেদন ও অতীত রেকর্ড।’ এসব করে যে কোনো লাভ হয়নি গত ১২ দিনে তা ভালো করে বুঝে গেছেন বোর্ড কর্তারা। কারণ ফ্র্যাঞ্চাইজিরা প্রাথমিক শর্ত পূরণেই ব্যর্থ হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ফির দুই কোটি টাকা দিতে দেরি করেছে কেউ কেউ। বিসিবির একাধিক পরিচালক নিশ্চিত করেছেন, গতকাল পর্যন্ত ১০ কোটি টাকার ব্যাংক জামানত দিতে পারেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরিস্থিতি বেগতিক দেখে বিপিএল গভর্নিং কাউন্সিলের রোববারের সভায় নিয়ম শিথিল করার প্রস্তাব উঠেছিল বলে বিসিবির একটি সূত্রে জানা গেছে। একজন কর্মকর্তা জানান, ব্যাংক জামানতের পরিবর্তে চেক নেওয়ার পরামর্শ দেন গভর্নিং কাউন্সিলের একজন সদস্য। বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু এ নিয়ে প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার মনে হয় না ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যাংক জামানত দেবে। একটি প্রতিষ্ঠানও যখন ব্যাংক জামানত দেয়নি, তখন পেছনে অন্য কিছু আছে। শেষপর্যন্ত এমন হতে পারে বিসিবি সংবাদ সম্মেলনে বলবে, ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ব্যাংক জামানত পেয়ে গেছে তারা। এই অবৈধ বোর্ডের পক্ষে সবই সম্ভব।’বিসিবি ৬ নভেম্বর পাঁচটি ফ্র্যাঞ্চাইজির তালিকা প্রকাশ করে। এই ঘোষণার পর পাঁচ দিনের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক জামানত দিতে বলা হয়েছিল। ১১ নভেম্বর বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও ব্যাংক জামানত পাওয়া যায়নি। ঢাকা ক্যাপিটালস শুধু আংশিক ব্যাংক জামানত দিতে রাজি হয়েছে বলে জানান একজন কর্মকর্তা। এ ব্যাপারে জানতে চাওয়া হলে গভর্নিং কাউন্সিলের একজন সদস্য বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিরা বলছে সমঝোতা চুক্তিতে ১৫ দিন উল্লেখ রয়েছে। আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।’ সেক্ষেত্রে ২১ নভেম্বরের ভেতরে ব্যাংক জামানত জমা দিতে হবে বিসিবিতে। তবে ক্রিকেটসংশ্লিষ্টরা বিশ্বাস করেন না এ ফ্র্যাঞ্চাইজিরা ব্যাংক জামানত দেবে। তারা বিগত তিন আসরের মতো ব্যাংক জামানত ছাড়াই খেলবে বিপিএল। তেমন কিছু হলে ক্রিকেটের জন্য খারাপ হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বিপিএলের ইমেজ ফেরাতে চাইলে ব্যাংক গ্যারান্টি নেওয়া উচিত বলে জানান তিনি।ক্রিকেটার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠু বলেন, ‘বিপিএলে টাকার নিশ্চয়তাসহকারে খেলতে চান তারা।

আরও পড়ুন  শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা, দিল্লির সাদামাটা প্রতিক্রিয়া  

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.