দুবাইয়ে শাহরুখের নামে ৫৫তলা টাওয়ার
বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী বাণিজ্যিক ভবন। দুবাইয়ের শেখ জায়েদ রোডে ৫৫তলা বাণিজ্যিক ভবনটির নাম দেওয়া হয়েছে ‘শাহরুখজ বাই দানিউব’। এটি নির্মাণ করবে দানিউব গ্রুপ।শুক্রবার মুম্বাইয়ে এক জাঁকজমক অনুষ্ঠানে প্রকল্পটির ঘোষণা দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান নিজে। তার দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক ফারাহ খান অনুষ্ঠান সঞ্চালনা করেন।প্রকল্পটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান লিখেছেন, ‘দুবাইয়ের একটি স্থাপনায় আমার নাম যুক্ত হওয়া অত্যন্ত গর্বের ও আবেগঘন মুহূর্ত। চিরদিন এই শহরের একটি অংশ হয়ে থাকা আমার জন্য বিশেষ সম্মান। দুবাই সবসময়ই আমার কাছে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা ও সম্ভাবনার প্রতীক।’খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, টাওয়ারটি ১০ লাখ স্কোয়ার ফুট আয়তনের। উদ্যোক্তা, উদ্ভাবক ও ব্যবসার বৈশ্বিক ঠিকানা হিসেবে এটিকে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে দানিউব গ্রুপ। ভবনের প্রবেশপথে থাকবে শাহরুখের হাত-ছড়িয়ে দাঁড়ানোর আইকনিক ভঙ্গির একটি বিশাল ভাস্কর্য, যেখানে আগতরা ছবি তুলতে পারবেন। ২০২৯ সালের মধ্যে টাওয়ারের নির্মাণকাজ শেষ হওয়ার কথা।শাহরুখ বর্তমানে ‘কিং’ সিনেমায় শুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমার মাধ্যমে পর্দায় প্রথমবার তার মেয়ে সুহানা খানকে দেখা যাবে। বাবা-মেয়েকে পর্দায় গুরু-শিষ্যার চরিত্রে দেখা যেতে পারে। এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও জয়দীপ আহলাওয়াত।
আরও পড়ুন ফুসফুসের সংক্রমণ সুরক্ষায় যা করণীয়
ঢাকাভয়েস/এই


No comments