Adsterra

লোড হচ্ছে...

নতুন নিয়মে নির্বাচনী প্রচারণায় যা করা যাবে, যা যাবে না

 

নতুন নিয়মে নির্বাচনী প্রচারণায় যা করা যাবে, যা যাবে না, নির্বাচনী প্রচারণা নিয়ম ২০২৫, নির্বাচন কমিশন আচরণবিধি, পোস্টার নিষেধাজ্ঞা, ড্রোন নিষিদ্ধ, পরিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার ধরনে বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো পুরোপুরি পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে প্রচারণা ও বিদেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে ‘রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করে ইসি। 

ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এ গেজেটে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর জন্য বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে- যার মধ্যে রয়েছে পরিবেশবান্ধব প্রচার, শব্দ নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা সম্পর্কিত বিধান।


যা করা যাবে

  • ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করা যাবে, তবে সেগুলো অবশ্যই পরিবেশবান্ধব হতে হবে।
  • নির্বাচনী ইশতেহার বা ঘোষণাপত্র প্রকাশের জন্য সব প্রার্থীকে এক মঞ্চে এনে পাঠের সুযোগ করে দেবে রিটার্নিং কর্মকর্তা।
  • প্রার্থীরা লিখিত অঙ্গীকারনামা দিয়ে আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দেবেন।
  • প্রচার চলাকালে শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে।
  • গণমাধ্যমে সংলাপ বা বিতর্ক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন প্রার্থীরা, তবে তা হতে হবে নিরপেক্ষ ও তথ্যনির্ভর।


যা করা যাবে না

  • পোস্টার ব্যবহার একেবারে নিষিদ্ধ।
  • প্রচারে পলিথিন, রেকসিন বা অ-বায়োডিগ্রেডেবল উপাদান ব্যবহার করা যাবে না।
  • মিছিল, মোটরশোভাযাত্রা, মশাল মিছিল বা যানবাহনসহ শোডাউন নিষিদ্ধ করা হয়েছে।
  • ড্রোনের মাধ্যমে প্রচারণা চালানো যাবে না।
  • বিদেশে কোনো ধরনের প্রচার কার্যক্রম চালানো নিষিদ্ধ।
  • ভুল তথ্য, ঘৃণাত্মক বক্তব্য, কারো মুখ বিকৃত করা বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা যাবে না।
  • প্রতিপক্ষ, নারী, সংখ্যালঘু বা কোনো গোষ্ঠীকে লক্ষ্য করে আক্রমণাত্মক বা উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না।
  • শাস্তির বিধান


নতুন আচরণবিধি অনুযায়ী, গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি।

অন্য অনিয়মে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা দেড় লাখ টাকা জরিমানা, এবং সংশ্লিষ্ট দলের ক্ষেত্রেও একই অঙ্কের অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

ইসি কর্মকর্তাদের মতে, পরিবেশবান্ধব ও ডিজিটালি দায়িত্বশীল প্রচারণা নিশ্চিত করতেই এই নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে- যাতে নির্বাচন হয় শান্তিপূর্ণ, স্বচ্ছ ও প্রযুক্তিগতভাবে নিরাপদ।



No comments

Powered by Blogger.