Adsterra

লোড হচ্ছে...

আবারও ভূকম্পন অনুভূত, উৎপত্তিস্থল বাড্ডা


আবারও ভূকম্পন অনুভূত, উৎপত্তিস্থল বাড্ডা,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য মতে, ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থলের বিষয়ে বলা হয়েছে, ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর পূর্বে।এছাড়া রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা সমকালকে কম্পন অনুভূত হওয়ার তথ্য জানিয়েছেন।আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকায়। আবহাওয়া অফিসের সিসমিক সেন্টার (আগারগাঁও) থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল মাত্র ৬ কিলোমিটার পূর্বে।আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর সমকালকে জানান, শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝাঁকুনি অনুভূত হয়। রিখটার স্কেলে এটি ছিল ৩ দশমিক ৭ মাত্রার। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকার বাড্ডায়।এর আগে আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।তার আগে গতকাল শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।

 আরও পড়ুন   একই স্থানে বারবার কম্পন হলে বুঝতে হবে সামনে বড় বিপদ আসছে: অধ্যাপক মেহেদী আহমেদ

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.