ভূমিকম্পের পর ‘ট্রমা’ কাটছে না? যা করবেন
ভূমিকম্পের ট্রমা কাটিয়ে উঠতে করণীয়
নিরাপত্তা এবং ব্যক্তিগত যত্নকে অগ্রাধিকার দিন: এর অর্থ হল আপনার আশেপাশের পরিবেশ নিরাপদ রাখার জন্য পদক্ষেপ নিন। ভূমিকম্প হলে কীভাবে নিজে ও পরিবারের সদস্যরা সুরক্ষিত থাকবেন সে ব্যাপারে মনোযোগ দিন।
শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম: গভীর শ্বাস-প্রশ্বাস নিন। ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে
অন্যদের সাথে কথা বলুন: ভূমিকম্পের পরে ভয়, উদ্বেগ থাকাটা স্বাভাবিক। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের খোঁজ নিন। তাদের সঙ্গে কথা বলুন। অন্যদের সঙ্গে নিজের উদ্বেগ শেয়ার করলে মানসিক চাপ কমবে।
সংবেদনশীল সংবাদ থেকে দূরে থাকুন: খুব বশি আতঙ্কিত থাকলে ভূমিকম্প সম্পর্কিত সংবাদ দেখা বা পড়া থেকে আপাতত দূরে থাকুন। তা না হলে মনের ওপর আরও চাপ পড়বে।
পেশাদার কারও সাহায্য নিন: খুব বেশি মানসিক চাপ বোধ করলে পেশাদার কোনো মনোরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিন।
আরও পড়ুন একই স্থানে বারবার কম্পন হলে বুঝতে হবে সামনে বড় বিপদ আসছে: অধ্যাপক মেহেদী আহমেদ
ঢাকাভয়েস/এই


No comments