সম্পর্কে আগ্রহ হারিয়েছে সঙ্গী, বুঝবেন যেভাবে
আগ্রহ হারানোর সাধারণ কিছু লক্ষণ-
যোগাযোগ কমে যাওয়া: তিনি আপনার সাথে আগের মতো কথা বলতে চান না । ফোনে কথা বলা, মেসেজ আদান-প্রদান এড়িয়ে চলেন।
ঘনিষ্ঠতা এড়িয়ে চলা: আপনার সঙ্গে মানসিক বা শারীরিক ঘনিষ্ঠতা এড়িয়ে চলেন।
উদাসীনতা: তিনি আপনার বর্তমান জীবন বা সম্পর্ক কোন দিকে যাচ্ছে সে সম্পর্কে উদাসীন হয়ে পড়েছেন।
একসঙ্গে সময় না কাটানো: তিনি একসঙ্গে সময় কাটাতে আগ্রহ দেখান না। প্রায়ই একা থাকতে চান।
ভবিষ্যতের পরিকল্পনা না করা: ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা তৈরি করেন না । সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চান না।
যত্নের অভাব: তিনি আপনার প্রয়োজনের প্রতি আর যত্নশীল হোন না। আপনার প্রতি আগের মতো মনোযোগ দেন না।
কৌতূহলের অভাব: আপনার জীবন বা আপনার পছন্দের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন না।
কথা কম বলা: তিনি আপনার সাথে কথা বলতে চান না। ঘরে থাকলেও প্রায়ই চুপচাপ থাকেন।
অপ্রীতিকর আচরণ: তিনি আপনাকে এড়িয়ে যেতে শুরু করতে পারেন । কখনও আবার আপনার প্রতি রুক্ষ আচরণ করতে পারেন।
সম্পর্কে অসন্তোষ: তিনি সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট বা বিরক্ত থাকেন।
এমন হলে কী করবেন
খোলাখুলি আলোচনা করুন: সঙ্গীর আচরণে আপনি কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে তার সাথে খোলাখুলি আলোচনা করুন।
একসঙ্গে সময় কাটান: একসঙ্গে কিছু আনন্দদায়ক কার্যকলাপের পরিকল্পনা করুন, যেমন একটি ডেটে যাওয়া বা ঘুরতে যাওয়া।
নিজেকে সময় দিন: নিজের যত্ন নিন এবং আপনার নিজের ভালো থাকার দিকে মনোযোগ দিন।
সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাবুন: তিনি যদি এখনও আপনার প্রতি আগ্রহ প্রকাশ না করেন, তাহলে সম্পর্কটির ভবিষ্যৎ নিয়ে ভালোভাবে চিন্তা করুন।
আরও পড়ুন খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’
ঢাকাভয়েস/এই
.webp)

No comments