Adsterra

লোড হচ্ছে...

নিজ বাসায় ঝুলছিল মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ


নিজ বাসায় ঝুলছিল মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

সিলেট নগরে প্রিয়া শর্মা (২২) নামে মেডিকেল কলেজের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার জালালাবাদ থানার করেরপাড়া এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।প্রিয়া শর্মা করেরপাড়ার বাসিন্দা অমৃকা রঞ্জন শর্মার মেয়ে এবং সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।পুলিশ জানায়, সকাল ১০টার দিকে প্রিয়া শর্মাকে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রিয়ার মৃত্যুর বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পরিবারের লোকজন কোনো মন্তব্য করতে চাননি।জালালাবাদ থানার এসআই অনুপ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রিয়া শর্মা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 আরও পড়ুন বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের প্রয়োজনে আইন করা হবে: আমির খসরু

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.