Adsterra

লোড হচ্ছে...

ইমরান হাসোর হৃদয়ে বিশেষ জায়গা পেলো ‘বেহুলা দরদী’ সিনেমা

ইমরান হাসো, বেহুলা দরদী, বাংলা সিনেমা, লোকনাট্য, টাঙ্গাইল সংস্কৃতি, চলচ্চিত্র অভিনেতা, নতুন সিনেমা, বেহুলা নাচারি, গান রিলিজ, বিগস্ক্রিন ডেবিউ


গ্রামীণ জীবন, লোকজ নাচ এবং বেহুলা-লখিন্দরের কাহিনীভিত্তিক লোকনাট্য ‘বেহুলা নাচারি’কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘বেহুলা দরদী’। আগামী শুক্রবার (৩১ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এ ছবিটি পরিচালনা করেছেন সবুজ খান।

এই সিনেমার দুটি গান— ‘বেহুলা সখীর বিয়া লো’ এবং ‘বেহুলা সাবান মাখে গায়ে’— প্রকাশের পর দর্শকের নজর কেড়েছেন তরুণ অভিনেতা ইমরান হাসো। ছবিতে তিনি বেহুলা সখীর বান্ধবীর চরিত্রে অভিনয় করেছেন। গান দুটি রিলিজের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তার লুক, অভিনয় ও পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছে।

‘বেহুলা দরদী’ সিনেমায় দেখানো হয়েছে— টাঙ্গাইলের বেহুলা নাচারি দলের প্রধান ভোলা মিয়া কীভাবে দলটিকে টিকিয়ে রাখতে সংগ্রাম করছেন। ইউনিয়ন পর্যায়ে পরপর হেরে দলের সুনাম নষ্ট হয়ে যাওয়ায় তিনি দলকে পুনরুদ্ধারে নানা উদ্যোগ নেন।

ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আফফান মিতুল, সানজিদা মিলা প্রমুখ।

ইমরান হাসো বলেন, “এই সিনেমা আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল। চারটি গানের মধ্যে দুটি গান আমার লিপে—যা আগে কোনো সিনেমায় পাইনি। গ্রামের মাটির ঘ্রাণ, মানুষের আবেগ এবং চিরায়ত বাঙালি সংস্কৃতির সৌন্দর্য এতে ফুটে উঠেছে।”

এটি ইমরানের ২৮তম সিনেমা। এর আগে সুলতানপুর, শান, প্রেমচোর, জ্বীন ৩, লাল শাড়ি–সহ বেশ কিছু আলোচিত ছবিতে তিনি অভিনয় করেছেন। ছোটপর্দাতেও সমান ব্যস্ত তিনি। বকুলপুর ধারাবাহিকে অভিনয়ের পর তাকে সবাই রকেট নামে চেনে। বর্তমানে ‘রুপনগর’ নাটকে কাজ করছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ইমরান সমাজসেবামূলক কাজেও সক্রিয়। গত বছরের বন্যায় তিনি ত্রাণ সংগ্রহ করে বানভাসিদের পাশে দাঁড়ান। এছাড়া শিল্পী সংঘের নির্বাচনেও সর্বোচ্চ ভোটে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

ইমরান হাসো আরও বলেন “শিল্পী হিসেবে শুধু বিনোদন নয়—দায়িত্ববোধও আছে, দর্শকদের ভালো কাজ উপহার দিতে এবং মানুষের পাশে থাকতে চাই।”


ঢাকা ভয়েস /এসএস



No comments

Powered by Blogger.