Adsterra

লোড হচ্ছে...

বিশ্ববাজারে কেন বাড়ছে সোনার দাম ?

বিশ্ববাজার, স্বর্ণের দাম, সোনার বাজার, ফেডারেল রিজার্ভ, অর্থনৈতিক অনিশ্চয়তা, সোনা বিনিয়োগ, রেকর্ড দাম, মার্কিন অর্থনীতি, জাপান, ফ্রান্স

বিশ্ববাজারে সোনার দাম অব্যাহতভাবে বাড়ছে এবং কমার কোনো লক্ষণ নেই। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৯৫০ ডলার অতিক্রম করেছে। চলমান সপ্তাহের শেষ দিকে এ মূল্য আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ অক্টোবর) রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সোমবার বিশ্ববাজারে সোনার দাম ছিল বেশ অস্থির। স্পট মার্কেটে সেশনের শুরুতে সোনার দাম রেকর্ড ৩,৯৬৯.৯১ ডলারে পৌঁছায়, যা পরে কিছুটা কমে ৩,৯৫৬.১৯ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার দাম ১.৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩,৯৭৬.৩০ ডলারে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা, সেই সঙ্গে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা—এই সবকিছু মিলে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে। ফলে বাজারে স্বর্ণের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে।

 আরও পড়ুন ট্রাম্পের চোখে নেতানিয়াহু ‘বোঝা’ হয়ে উঠছেন — ইসরায়েলি বিশ্লেষকের মন্তব্য 

ঢাকা ভয়েস /এসএস



No comments

Powered by Blogger.