Adsterra

লোড হচ্ছে...

অপ্রীতিকর পরিস্থিতি থেকে সাবধান থাকবেন কীভাবে

অপ্রীতিকর পরিস্থিতি থেকে সাবধান থাকবেন কীভাবে,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh

যেকোনো সময়ই অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বিশেষ করে বাইরে বের হলে যেকোনো সময়ই বিপদ হতে পারে। ছিনতাইকারীর কবলে পড়া, সড়ক দুর্ঘটনা, কিছু হারিয়ে যাওয়াসহ নানা পরিস্থিতিতে আপনি বিব্রত হতে পারেন। এমন পরিস্থিতি এড়াতে আপনাকেই সাবধান হতে হবে।

খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বের হবেন না। বিশেষ করে সন্ধ্যার পর বাড়ির বাইরে না থাকাই ভালো।

  • রাতে বাসার দরজা, জানালা ভালোভাবে চেক করে নিতে হবে। ভালোভাবে বন্ধ করে নিন। ভালো সিকিউরিটিযুক্ত বাসায় থাকলে আপনার জানালা এবং বারান্দা সিকিউর করুন।
  • বেশি টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না। সেটা যত স্বল্প দূরত্বেরই হোক না কেন।
  • ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সঙ্গে রাখবেন না। কার্ডে যদি এনএফসি সার্ভিস চালু করা থাকে, তবে ব্যাংকে কল করে তা বন্ধ করে নিন।
  • ফোন, ল্যাপটপ, ক্যামেরা বা অন্য কোনো দামী ডিভাইস নিয়ে বের হবেন না। এগুলো বাসায় নিরাপদ জায়গায় রাখুন।
  • কোনো গহনা পরে বের হবেন না। বিশেষ করে চেইন, নাক এবং কানে স্বর্ণের গয়না পরবেন না। এতে ছিনতাইকারীদের নজরে পড়তে পারেন।
  • রাস্তায় ফোন ব্যবহার কম করুন। প্রয়োজন ছাড়া মোবাইলে কথা বলবেন না।
  • বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করুন। পকেট থেকে ফোনও বের করবেন না।
  • প্রাইভেটকারে থাকলে জানালা বন্ধ রাখুন।একটুও ফাঁকা রাখবেন না।
  • সিএনজিতে উঠলেও ফোন, ব্যাগ সাবধানে রাখুন। সিএনজির পর্দা কেটে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
  • অপরচিত কারও সাথে একদম কথা বলবেন ন। অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে একা যাবেন না। জনসমাগমে থাকার চেষ্টা করুন।
  • ছিনতাইকারীরা ব্যাগ, পার্স, ডিভাইস বা মালামাল নিয়ে টানাটানি করলে ছেড়ে দিন। জোর করতে যাবেন না। ধারালো অস্ত্র দিয়ে আপনাকে আঘাত করতে পারে।
  • রাতে দূর পাল্লার বাস, গাড়ি বা ট্রেনের যাত্রা করা থেকে বিরত থাকুন।

No comments

Powered by Blogger.