মধ্যপ্রাচ্যে ট্রাম্প সফল হলে তা হবে ঐতিহাসিক ঘটনা
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল–হামাস যুদ্ধ সমাধানে সফল হন, তবে তা হবে ‘একটি সত্যিকারের ঐতিহাসিক ঘটনা’। শুক্রবার তাজিকিস্তানের দুশানবেতে সিআইএস রাষ্ট্রপ্রধানদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
পুতিন বলেন, “ট্রাম্প বৈশ্বিক সমস্যাগুলো নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং জটিল আন্তর্জাতিক সংকট মোকাবিলায় চেষ্টা চালাচ্ছেন। সবচেয়ে স্পষ্ট উদাহরণ হলো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যদি ডোনাল্ড তাঁর পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য অর্জনে সফল হন, তবে সেটি হবে এক ঐতিহাসিক অর্জন—নিশ্চিতভাবেই একটি ঐতিহাসিক ঘটনা।”
রুশ প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা করে বলেন, “তিনি দীর্ঘদিনের সংকট সমাধানে আন্তরিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”
পুতিন আরও যোগ করেন, “আমি আগেও বলেছি, ইউক্রেন সংকট নিয়েও ট্রাম্পের দৃষ্টিভঙ্গি উন্মুক্ত ও ইতিবাচক। কিছু ক্ষেত্রে আমরা সফল হয়েছি, কিছু ক্ষেত্রে ব্যর্থ। তবে আলোচনার মাধ্যমে, বিশেষ করে অ্যাঙ্কোরেজ বৈঠকের মতো উদ্যোগে, আমরা ভালো ফলাফল অর্জন করতে পারব বলে আশা করছি।”
গত বুধবার ইসরায়েল ও হামাস গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে। এতে যুদ্ধবিরতি, ইসরায়েলি বন্দিদের মুক্তি, ফিলিস্তিনি কয়েদিদের মুক্তি এবং ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পরবর্তী ধাপগুলোয় গাজার শাসনব্যবস্থা, হামাসের ভবিষ্যৎ ও পুনর্গঠন পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে। ইতিমধ্যে গাজা ও ইসরায়েল উভয় জায়গায় শান্তি চুক্তি উপলক্ষে উদ্যাপন চলছে।
ঢাকা ভয়েস /এসএস
No comments