Adsterra

লোড হচ্ছে...

অনেক উপদেষ্টাকে জেলে যাওয়া লাগতে পারে : ফুয়াদ

অনেক উপদেষ্টাকে জেলে যাওয়া লাগতে পারে ফুয়াদ,,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh


আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অন্তবর্তী সরকারের অনেক উপদেষ্টাকেও জেলে যাওয়া লাগতে পারে তাদের কর্মকাণ্ডের কারণে।

বুধবার দুপুরে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, অন্তবর্তী সরকারের ব্যর্থতার তালিকা দীর্ঘ হচ্ছে। ব্যর্থতার দিক থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা গোল মেডেল পাবেন। এরকম অপদার্থ উপদেষ্টা দিয়ে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে কিভাবে সম্ভব। তিনি ভালো মানুষ হতে পারেন। ভালো মানুষের হিসাব নিকাশ আল্লাহর কাছে। দুনিয়াতে ভালো মানুষকে পুরস্কার দেওয়ার দায়িত্ব আমরা নেই নাই। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যিনি ভালো পারফর্ম করতে পারবে তিনি দায়িত্বে থাকবেন। যিনি পারবেন না, তিনি দায়িত্বে থাকবেন না। তিনি চলে যাবেন।

শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, শিক্ষকরা আন্দোলন করছেন, তাদের দাবি দাওয়া নিয়ে। শিক্ষকদের বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধান করেছেন। এজন্য উনাকে ধন্যবাদ। যদিও এখনও অনেক দাবি মানা হয়নি।

তিনি আরো বলেন, সমাজকল্যাণের দায়িত্বে যে সচিব আছেন, তিনি হাইলি ক্রিমিনাল। সমাজকল্যাণের অধীনে রিক্রুটমেন্ট হবে। ইতিমধ্যে ওই সচিব ১০ লাখ, ১২ লাখ ২০ লাখ টাকা করে হাটের গরুর দরে লেনদেন করছেন। তাই মাননীয় সমাজকল্যাণ উপদেষ্টাকে বলছি, আপনার ব্যর্থতার তালিকা অনেক লম্বা। আপনার আমলারা, আপনার সচিবরা আপনাকে ইতিমধ্যে ব্যর্থতার কাতারে সামিল করেছেন। তারা আপনাকে আরো বেশি বিপদে ফেলবেন।

এবি পার্টির এই নেতা বলেন, এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ও তথ্য আপারা কিছু দাবি তুলে ধরেছেন। আমরা বৈষম্য দুর করতে চাই। তাই তাদের দাবি আলোচনার ভিত্তিতে মেনে নেওয়ার আহবান জানাচ্ছি।

রংপুরের উন্নয়নে তিনি বলেন, রংপুরে বেশি করে কলকারখানা গড়ে তোলা দরকার। তাহলে রংপুরের যুবকরা কর্মসংস্থান পেলে নতুন জীবন পাবে। না হলে তারা মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পাবে না।

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।


ঢাকা ভয়েস /এসএস


No comments

Powered by Blogger.