Adsterra

লোড হচ্ছে...

ল্যুভর জাদুঘরে চুরি, সন্দেহভাজন ২ ব্যক্তি গ্রেপ্তার

ল্যুভর জাদুঘরে চুরি, সন্দেহভাজন ২ ব্যক্তি গ্রেপ্তার,ল্যুভর জাদুঘর, চুরি, অলঙ্কার, রত্ন, গ্রেপ্তার, প্যারিস, ফ্রান্স, নেপোলিয়ন, নেকলেস, কানের দুল

প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘর থেকে অমূল্য রত্নখচিত অলঙ্কার চুরি হওয়ার ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। চার সদস্যের একটি দল সেখানে হামলা চালিয়ে আনুমানিক ৮৮ মিলিয়ন ইউরো মূল্যের অলঙ্কার লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।

প্যারিস প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, অর্গানাইজড ক্রাইম স্কোয়াডের তদন্তের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় সাঁ-দেনি এলাকার দুই বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বয়স ত্রিশের কোঠায়।

ফরাসি দৈনিকগুলো জানিয়েছে, সন্দেহভাজনদের একজনকে রাত ১০টার দিকে বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়, যখন তিনি বিদেশগামী বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।

ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, চুরি হওয়া আটটি রত্নের মধ্যে উনবিংশ শতাব্দীর ফরাসি রাজপরিবারের নেকলেস, কানের দুল, টায়ারা ও ব্রোচ আছে। এমনকি নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী সম্রাজ্ঞী ইউজিনির টায়ারা ক্ষতিগ্রস্ত অবস্থায় উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। ধারণা করা হচ্ছে, তাদের মোট নয়টি রত্ন চুরির টার্গেট ছিল।

লুভর এক বিবৃতিতে জানিয়েছে, এই রত্নগুলোর বাজারমূল্যের বাইরে এদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অমূল্য।



No comments

Powered by Blogger.