Adsterra

লোড হচ্ছে...

যেসব ভুলে ত্বকের ক্ষতি হয়, জেনে নিন করণীয়

যেসব ভুলে ত্বকের ক্ষতি হয়, জেনে নিন করণীয়,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh

বর্তমানে কম সময়ে সৌন্দর্য বাড়াতে অনেকে বিভিন্ন রকম প্রসাধনী বা স্কিন থেরাপি ব্যবহার করেন বা পার্লারে যান। কিন্তু সব কিছুই সবার ত্বকের জন্য উপযোগী নয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, শুরুতে কোনো সমস্যা বোঝা যায় না, কিন্তু কিছু দিন পর থেকেই ত্বকে এমন সমস্যা দেখা দেয়, যা দীর্ঘমেয়াদে বড়সড় চর্মরোগে পরিণত হতে পারে। চলুন, জেনে নিই ফেসিয়াল বা প্রসাধনীর প্রতিক্রিয়া থেকে কী ধরনের রোগ হতে পারে।

ফেসিয়াল, হেয়ার ডাই, লিপস্টিক, সাবান বা আফটার শেভ লোশনের মতো বিভিন্ন কসমেটিক পণ্যের রাসায়নিক উপাদান থেকে ইরিট্যান্ট কনট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। এতে ত্বকে লালচে র‍্যাশ, জ্বালা, কখনো ফোসকা পর্যন্ত দেখা যায়। অনেকে নামি ব্র্যান্ডের সুগন্ধি অতিরিক্ত ব্যবহার করেন। কিন্তু অতিরিক্ত সুগন্ধি থেকেও হতে পারে অ্যালার্জিক কনট্যাক্ট ডার্মাটাইটিস। কানের পিছনে বা হাতে র‍্যাশ, চুলকানি, এমনকি ফোসকা; এগুলোই এর লক্ষণ।

চুলে বারবার রং বদলানো বা ডাই করা থেকেও ত্বকে র‍্যাশ, চোখে সংক্রমণ, এমনকি চুল পড়া ও অকালে পাকা চুলের মতো সমস্যাও বাড়তে পারে। আরো একটি গুরুতর সমস্যা হলো ফোটো কনট্যাক্ট ডার্মাটাইটিস। এটি তখনই হয় যখন প্রসাধনীর রাসায়নিক উপাদান সূর্যালোকের সঙ্গে বিক্রিয়া করে। এতে ত্বকে সানবার্নের মতো দাগ, চুলকানি বা জ্বালা দেখা যায়।

চিকিৎসা বিজ্ঞানে একে বলে ফোটোটক্সিক প্রতিক্রিয়া। এই সমস্যা অনেক দিন ভোগায়।

সাবধান হোন এই বিষয়গুলোতে :

১। কোন প্রসাধনী কেনার আগে লেবেল পড়ুন। কোন উপাদান আছে, তার তালিকা দেখে বুঝে নিন আপনার ত্বকের সঙ্গে মানানসই কি না।

২। নতুন কোনও প্রসাধনী সরাসরি মুখে ব্যবহার করবেন না। আগে কানের পিছনে বা কনুইয়ের ভাঁজে লাগিয়ে ১২-২৪ ঘণ্টা অপেক্ষা করুন। প্রতিক্রিয়া হলে ব্যবহার বন্ধ করুন।

৩। ত্বকের র‍্যাশ, ঘা বা প্রদাহের উপর কখনও প্রসাধনী লাগাবেন না। এতে সমস্যা আরো বাড়তে পারে।

৪। সুগন্ধি সরাসরি ত্বকে স্প্রে করবেন না। জামাকাপড়ে ব্যবহার করা নিরাপদ।

৫। ‘ভিটামিন এ’ বা ‘ই’ মেশানো ক্রিম সব সময় উপকারী নয়। এগুলো একা ত্বকের জেল্লা বাড়াতে পারে না। পুষ্টিকর খাদ্যাভ্যাস ও সঠিক জীবনযাপন বেশি কার্যকর।

৬। চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড মেশানো ক্রিম মুখে লাগাবেন না। এতে দীর্ঘমেয়াদে ত্বকের ক্ষতি হতে পারে।

৭। শিশুদের চোখে কাজল দেবেন না। এতে চোখের ক্ষতি হতে পারে।

৮। বর্তমানে অনেকেই ইউটিউব বা সোশ্যাল মিডিয়া দেখে ঘরোয়া টোটকা অনুসরণ করেন। যেমন মুলতানি মাটির সঙ্গে কোনও ট্যাবলেট বা অচেনা উপাদান মেশানো অথবা চুলের জন্য বিশেষ কোনও বটিকা খাওয়া। এসব না বুঝে অনুসরণ করলে ত্বক ও চুলের মারাত্মক ক্ষতি হতে পারে।

No comments

Powered by Blogger.