এআই টুলস বাদ দিতে চান ? জেনে নিন কিভাবে জেমিনি, কোপাইলট-সহ বিভিন্ন এআই টুলস বন্ধ করবেন
ChatGPT আসার পর প্রথম কয়েক বছর মনে হচ্ছিল যেন শুধু এআই নিয়েই তোলপাড়, আর বর্তমানে এটি সবখানেই বিদ্যমান। প্রযুক্তিশিল্প আপনাকে এআই ব্যবহার করাতে এতই আগ্রহী যে অনেক ফিচার এড়িয়ে যাওয়া অসম্ভব। তবে আপনি চাইলে কিছু কিছু টুল disable বা নিষ্ক্রিয় করতে পারেন, অথবা কম দেখতে পারেন।
নিচের ধাপগুলো অনুসরণ করে অ্যাপল, গুগল, মেটা, মাইক্রোসফট এবং স্যামসাং প্ল্যাটফর্ম ও ডিভাইসে এআই ফাংশন বন্ধ করতে পারেন।
১. গুগল AI Overviews এবং জিমেইল
গুগল তার সার্চ ফলাফলগুলোর শীর্ষে চ্যাটবট-লিখিত উত্তর দেখায় যেটি জেমিনি দ্বারা চালিত। গুগল সম্পূর্ণভাবে AI Overviews বন্ধ করতে দেয় না, তবে আপনার সার্চ অভিজ্ঞতা উন্নত করার অন্য উপায় আছে।
ক) গুগল সার্চে এআই ওভারভিউস (AI Overviews) এড়িয়ে যেতে :
• গুগল সার্চ ফলাফলের পৃষ্ঠায় গিয়ে সার্চ বারের নিচে থাকা ট্যাবগুলো থেকে “Web” সিলেক্ট করুন। এটি আগের মত ওয়েবসাইটের লিঙ্ক দেখাবে, বাকি প্রায় সবকিছু ব্লক করে দেবে।
• নোটঃ গুগল কখনও কখনও "More" মেনুর মধ্যে "Web" মোড লুকিয়ে রাখে, খুঁজে না পেলে সেখানে দেখুন
• এছাড়াও, আপনি UDM14 দিয়ে সার্চ করার চেষ্টা করতে পারেন- এটি একটি কাস্টম টুল যা সরাসরি গুগলের Web মোডে নিয়ে যায়
• গুগল ছাড়াও আপনি DuckDuckGo সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন। এটি সার্চ শুরু করার আগেই আপনাকে এআই টগল চালু বা বন্ধ করার সুযোগ দেয়।
খ) ওয়েব ব্রাউজার থেকে জিমেইলে এআই রাইটিং ফিচার বন্ধ করতে:
• জিমেইলের উপরে ডানদিকে থাকা গিয়ার আইকন (gear icon) ক্লিক করুন
• See All Settings- এ ক্লিক করুন
• এখানে থেকে Smart Compose, Smart Compose Personalization, এবং Smart Reply বন্ধ করুন
• একটি ‘Smart Features’ সেটিংস ও আছে, যা এআই-সম্পর্কিত সবকিছু বন্ধ করে দেয়। তবে এটি বন্ধ করলে বানান এবং ব্যাকরণ চেকার’ও নিষ্ক্রিয় হয়ে যাবে
২. মেটা এআই (Meta AI)
ক) ফেসবুক অ্যাপে ‘এআই কমেন্ট সামারি’ বন্ধ করতে :
• নীচের ডানদিকে মেনু (Menu) খুলুন
• Settings & Privacy তে যান
• Audiences and Visibility এর নিচে ‘Post’ এ ট্যাপ করুন
• Allow Comment Summaries on Your Posts অপশনটি বন্ধ করুন
৩. মাইক্রোসফট কোপাইলট (Microsoft Copilot)
ক) উইন্ডোজ ১১ হোম থেকে কোপাইলট আনইনস্টল করতে :
• কম্পিউটারে Start মেনু খুলুন
• সার্চ বারে “Copilot” টাইপ করুন
• Copilot এর উপর রাইট-ক্লিক করুন
• Uninstall এ ক্লিক করুন
• যদি Microsoft 365 Copilot app তালিকাভুক্ত থাকে তবে সেটির জন্যও একই কাজ করুন
• নোটঃ Microsoft 365 Copilot app আনইনস্টল করলেও Word বা Excel এর মতো অ্যাপগুলোতে Copilot চালু থাকে। আপনার প্রয়োজনমত প্রতিটি অ্যাপে গিয়ে আলাদাভাবে ফিচারটি বন্ধ করে নিন
খ) পিসি’তে মাইক্রোসফট ৩৬৫ অ্যাপগুলোতে কোপাইলট বন্ধ করতে:
• Microsoft Word বা Excel খুলুন
• File এ যান
• Options এ যান
• Copilot এ ক্লিক করুন
• ‘Clear the Enable Copilot checkbox’ থেকে টিকা তুলে দিন
• OK ক্লিক করুন
• অ্যাপটি রিস্টার্ট (Restart) করুন
গ) ম্যাক (Mac) এর মাইক্রোসফট ৩৬৫ অ্যাপগুলোতে কোপাইলট বন্ধ করতে:
• Microsoft Word বা Excel খুলুন
• Preferences এ যান
• Authoring and Proofing Tools এ যান
• Copilot এ ক্লিক করুন
• ‘Clear the Enable Copilot checkbox’ থেকে টিকা তুলে দিন
• OK ক্লিক করুন
• অ্যাপটি রিস্টার্ট (Restart) করুন
৪. অ্যাপল ইন্টেলিজেন্স (Apple Intelligence)
ক) সম্পূর্ণভাবে অ্যাপল ইন্টেলিজেন্স বন্ধ করতে :
• সেটিংস (Settings) খুলুন
• Apple Intelligence & Siri অপশনে যান
• Apple Intelligence টগলটি বন্ধ করুন
খ) শুধু এআই নোটিফিকেশন বন্ধ করতে :
• সেটিংস (Settings) খুলুন
• Notifications অপশনে যান
• Prioritize Notifications খুঁজে টগলটি বন্ধ করুন
• একইভাবে Summarize Notifications খুঁজে টগলটি বন্ধ করুন
গ) শুধুম এআই ইমেজ জেনারেশন এবং রাইটিং টুলস বন্ধ করতে:
• সেটিংস (Settings) খুলুন
• Screen Time অপশনে যান
• Content & Privacy Restrictions এ যান এবং টগলটি চালু করুন
• Intelligence & Siri তে যান
• Image Creation এর টগলটি বন্ধ করুন
• একইভাবে Writing Tools এর টগলটি বন্ধ করুন
৫. স্যামসাং গ্যালাক্সি এআই (Samsung Galaxy AI)
ক) স্যামসাং এর এআই ফিচারগুলো বন্ধ করতে :
• Settings খুলুন
• Galaxy AI - এ যান
• আপনি যে টুলটি সামঞ্জস্য করতে চান সেটিতে ট্যাপ করুন
• টগলটি বন্ধ করুন
ঢাকা ভয়েস /এসএস
No comments