Adsterra

লোড হচ্ছে...

ভারতে প্রেসক্রিপশন স্পষ্ট করতে রুল জারি

 

ভারতে প্রেসক্রিপশন স্পষ্ট করতে রুল জারি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh

চিকিৎসকদের হাতের লেখা নিয়ে ভারতের দীর্ঘদিনের রসিকতা ও ভোগান্তি এবার পৌঁছেছে আদালতের কড়া নির্দেশনায়। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এক রায়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, প্রেসক্রিপশন পাঠযোগ্য হওয়া একজন রোগীর মৌলিক অধিকার। কারণ, অস্পষ্ট লেখা অনেক সময় জীবন ও মৃত্যুর ব্যবধান তৈরি করতে পারে।

বিচারপতি জসগুরুপ্রীত সিং পুরি সম্প্রতি ধর্ষণ ও প্রতারণা সংক্রান্ত একটি মামলার শুনানিতে মন্তব্য করেন, একজন সরকারি চিকিৎসকের দেওয়া মেডিকেল প্রতিবেদন পড়া অসম্ভব হয়ে পড়েছে তার অস্পষ্ট হাতের লেখার কারণে। এই ঘটনার পরই তিনি চিকিৎসকদের স্পষ্ট ও পাঠযোগ্য হস্তাক্ষরে প্রেসক্রিপশন ও রিপোর্ট লেখার নির্দেশ দেন।

আলোচ্য মামলায় এক নারী অভিযোগ করেন, একজন সরকারি কর্মকর্তা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে অর্থ নিয়েছিলেন, ভুয়া সাক্ষাৎকার নেন এবং পরে তাকে যৌন নিপীড়নের শিকার করেন। তবে অভিযুক্ত সব অভিযোগ অস্বীকার করে জানান, পারস্পরিক সম্মতির ভিত্তিতে তাদের মধ্যে সম্পর্ক হয়েছিল এবং টাকা নিয়ে বিবাদের জেরেই মামলাটি দায়ের করা হয়েছে।

বিচারপতি পুরি জানান, তিনি যখন ওই নারীর চিকিৎসা–সংক্রান্ত প্রতিবেদন দেখেন, তখন সেটি একেবারেই দুর্বোধ্য মনে হয়েছে। নারীর স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিবেদনটি তৈরি করেছিলেন একজন সরকারি চিকিৎসক।

এমনকি একটি শব্দ বা অক্ষরও পাঠযোগ্য ছিল না। বিষয়টি আদালতের বিবেককে নাড়িয়ে দিয়েছে’, রায়ে লিখেছেন বিচারপতি।

আরও পড়ুন ভারত থেকে যেভাবে দেশে ঢুকছে জাল নোট

আদালত সরকারকে নির্দেশ দিয়েছে, মেডিকেল কলেজের পাঠ্যসূচিতে হাতের লেখার ক্লাস অন্তর্ভুক্ত করতে এবং দুই বছরের মধ্যে ডিজিটাল ব্যবস্থাপত্র চালু করতে। তত দিন পর্যন্ত চিকিৎসকদের বড় হাতের অক্ষরে (ক্যাপিটাল লেটার) প্রেসক্রিপশন লিখতে হবে।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ড. দিলীপ ভানুশালী জানিয়েছেন, বড় শহরে অনেক চিকিৎসক ইতোমধ্যেই ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবহার করছেন, তবে গ্রাম ও ছোট শহরে হাতে লেখা অস্পষ্ট ব্যবস্থাপত্র এখনো সাধারণ ঘটনা। তিনি বলেন, ডাক্তারদের ব্যস্ততা লেখাকে দুর্বোধ্য করে তোলে। তবে রোগীর সুরক্ষার জন্য স্পষ্ট লেখা অপরিহার্য।

বিশ্বজুড়ে গবেষণায় দেখা গেছে, অস্পষ্ট প্রেসক্রিপশনের কারণে ভুল ওষুধ সেবন হয়ে গুরুতর ক্ষতি বা মৃত্যুও ঘটতে পারে। যুক্তরাষ্ট্রে প্রতি বছর অন্তত সাত হাজার মানুষের মৃত্যু হয় শুধু চিকিৎসকদের দুর্বোধ্য হাতের লেখা থেকে সৃষ্ট ভুলের কারণে।

No comments

Powered by Blogger.