তবে কি নোবেলের লোভেই যুদ্ধ বাঁধিয়ে শান্তির বার্তা ছড়ায় ট্রাম্প ?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য যেন উঠেপড়ে লেগেছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন প্রেসিডেন্ট থাকা কালীন তিনি বিশ্বের সাত টি গুরুত্বপূর্ণ যুদ্ধ থামাতে মধ্যস্ততা করেছেন। যদিও এই যুদ্ধগুলো শুরুর গল্পতে পরোক্ষ্যভাবে আমেরিকার ইন্ধোনের গন্ধও স্পষ্ট। এবং এতে জড়িয়ে আছে আমেরিকার প্রভার প্রতিষ্ঠা ও অস্ত্রের বাজার দখলের মত কারণ।
গাজা ইসরায়েল সংঘাত ট্রম্প সরাসরি সমর্থ দিচ্ছে ইজরায়েলকে। ইসরায়েলের বিশ্বস্ত মিত্র হয়ে অন্যান্য মুসলিম দেশগুলোর উপরও চালাচ্ছে নরকীয় হামলা। বন্ধু নেতানিয়াহুকে থামাচ্ছে না। অথচ ট্রাম্পের সত্যি সত্যি চাইলে তার এক হুংকারেই লেজ গুটাতে বাধ্য হতো ইজরাইল। তবে তা না করে শুধু নিজেদের প্রভাব প্রতিষ্ঠিত করতেই মিত্রদেরকে শতভাগ সমর্থন দিয়ে যুদ্ধ বাঁধিয়ে শান্তির পায়রা উড়ানোর নাটক মঞ্চস্থ করতে যুদ্ধবিরতির ডাক দিচ্ছেন। তবে ট্রাম্পের এমন আচোরণ এখন সবার ই জানা।
আরও পড়ুন ভারত থেকে যেভাবে দেশে ঢুকছে জাল নোট
নরওয়ের নোবেল কমিটি নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে থাকে। আগামী ১০ অক্টোবর চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে।
পাঁচ সদস্যের নরওয়ে নোবেল কমিটির এক সদস্য রয়টার্সকে বলেন, পুরস্কার পেতে ট্রাম্প যে তদবির চালাচ্ছেন, তা হিতে বিপরীত হতে পারে। কারণ, পুরস্কার বাছাই কমিটি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে এবং বাইরের চাপ থেকে নিজেদের সুরক্ষিত রাখে।
No comments