পোড়া থেকে ফোসকা, তাড়াতাড়ি আরাম দেবে রান্নাঘরের ম্যাজিক
ঠাণ্ডা পানি : পোড়া জায়গায় সঙ্গে সঙ্গে ঠাণ্ডা পানি দিতে হবে।
কাঁচা আলুর টুকরা : কাঁচা আলু কেটে পোড়া জায়গায় লাগাতে পারেন। এতে থাকা স্টার্চ ও ঠাণ্ডাভাব ত্বকের জ্বালা কমিয়ে আরাম দেবে।
মধু : মধুর অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ পোড়া জায়গায় সংক্রমণ হওয়া আটকায়।
পুড়ে যাওয়া জায়গায় পাতলা করে মধু মেখে রাখলে ফোসকা ওঠার ঝুঁকি কমে।
দুধ বা দই : ঠাণ্ডা দুধে ভেজানো তুলা বা এক চামচ দই পোড়া অংশে লাগালে তাতে সঙ্গে সঙ্গে শীতলভাব অনুভূত হয়। দুধ, দইয়ে থাকা প্রোটিন ত্বককে সুরক্ষা দেয়।
অ্যালোভেরা জেল : বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে, তার পাতার জেল বের করে পোড়া অংশে লাগাতে পারেন। এতে প্রাকৃতিক ঠাণ্ডাভাব রয়েছে। যা ক্ষত সারাতে সাহায্য করে।
কখনো পোড়া জায়গায় বরফ সরাসরি দেবেন না, তাহলে টিস্যু ড্যামেজ হতে পারে। এ ছাড়া ত্বকে তেল, ঘি বা মাখন লাগাবেন না, এতে ত্বক আরো গরম হয়ে যেতে পারে। আর মাথায় রাখা উচিত শরীরের কোনো অংশ বেশি পুড়ে গেলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
No comments