Adsterra

লোড হচ্ছে...

নেপালে জেল ভেঙে পালাল শত শত কয়েদি


নেপালে জেল ভেঙে পালাল শত শত কয়েদি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

নেপালে চলমান সহিংস বিক্ষোভের মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলের দুটি জেল থেকে শত শত বন্দি পালিয়েছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।কাশকি জেলার পুলিশ কার্যালয় জানায়, দুপুরে জেন জি আন্দোলনকারীরা কারাগারে প্রবেশ করলে সেখান থেকে ৭৭৩ জন কয়েদি পালিয়ে যায়। খবর বিবিসির অন্যদিকে দাং প্রদেশের তুলসিপুরে অবস্থিত কারাগার থেকে ১২৭ জন বন্দি পালানোর খবর দিয়েছে স্থানীয় পুলিশ।স্থানীয় গণমাধ্যমে আরও কয়েকটি কারাগারে এ ধরনের কয়েদি পালানোর খবর প্রকাশিত হয়েছে, তবে সেগুলো এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
 

No comments

Powered by Blogger.