নেপালে মন্ত্রীদের হেলিকপ্টারে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী
নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া বন্ধের জেরে শুরু হওয়া বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এরই মধ্যে হেলিকপ্টারের মাধ্যমে রাজধানীর ভাইসেপতির বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিতে শুরু করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু ।
প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রাম চন্দ্র পুডেল ও প্রধানমন্ত্রী ওলির বাসভবনে ঢুকে পড়ে আগুন ধরিয়ে দেয়। মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বাড়িতে ধারাবাহিক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর সেনাবাহিনী এই পদক্ষেপ নেয়।
নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগনেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ।
উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সংসদ ভবন সুরক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সামরিক ব্যারাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে।


No comments