খাঁচাবন্দি করে পাখি লালন-পালনের বিধান
হুজুর! আমি ও আমার ছেলে-মেয়েরা পাখি পছন্দ করি। তাই লালন-পালন করে পোষ মানানোর জন্য ও কথা শেখানোর জন্য একটি পাখি ক্রয় করেছি। এটাকে আমি খাঁচায় বন্দি করে রাখি এবং নিয়মিত খাবার দিই। একজন এটা দেখে বললেন, কোনো প্রাণীকে এভাবে খাঁচায় বন্দি করে রাখা উচিত নয়।এতে প্রাণীর কষ্ট হয়। তাই জানতে চাচ্ছি, এভাবে খাঁচাবন্দি করে পাখি লালন-পালন করার বিধান কী? দয়া করে জানিয়ে বাধিত করবেন।-মুহাম্মাদ হাসান, উত্তরখান, ঢাকা
উত্তর- যেসব পাখি খাঁচাতেই জন্মায় এবং এখানেই বড় হয়— অর্থাৎ (উড়ন্ত পাখিকে এনে বন্দি করা হয়েছে এমন নয়) এসব পালিত পাখিকে নিয়মিত খাবার, পানি ও চিকিৎসা দিয়ে সুন্দরভাবে পরিচর্যা করতে পারলে খাঁচায় রেখে লালন-পালন করা জায়েজ হবে। কিছু সাহাবি থেকে খাঁচায় পাখি লালন-পালন করা প্রমাণিত রয়েছে।
হজরত হিশাম ইবনে উরওয়া (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,
كَانَ ابْنُ الزّبَيْرِ بِمَكّةَ وَأَصْحَابُ النّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ يَحْمِلُونَ الطّيْرَ فِي الْأَقْفَاصِ.
আবদুল্লাহ ইবনে যুবায়ের (রা.) মক্কায় ছিলেন। তখন সাহারা খাঁচায় পাখি রাখতেন। (আল আদাবুল মুফরাদ, হাদিস : ৩৮৩)
কিন্তু এ ক্ষেত্রে যথাযথ পরিচর্যা করতে হবে। পরিচর্যা করতে না পারলে অথবা বন্দি করে রাখার কারণে কষ্ট পেলে খাঁচায় আটকে রাখা জায়েজ হবে নাবরং ছেড়ে দিতে হবে।প্রকাশ থাকে যে বাইরে উড়ে বেড়ায় এমন পাখিকে খাঁচায় বন্দি করলে তাদের কষ্ট হতে পারে। তাই এ ধরনের পাখি খাঁচায় বন্দি না করাই উচিত।-সহিহ বুখারি, হাদিস ৬২০৩; ফাতহুল বারী ১০/৬০১; ফাতাওয়া কারিইল হেদায়া, পৃ. ২০০; রদ্দুল মুহতার ৬/৪০১
আরও পড়ুন মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন বাংলাদেশের আলেম
No comments