Adsterra

লোড হচ্ছে...

কিডনির ব্যথা ও পেশির ব্যথার পার্থক্য


কিডনির ব্যথা ও পেশির ব্যথার পার্থক্য ,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

নিঃশব্দ ঘাতক হয়ে উঠতে পারে কিডনির অসুখ। কারণ অনেক সময়ই কিডনির সমস্যা স্পষ্টভাবে ধরা পড়ে, যখন তা অনেকটাই এগিয়ে গিয়েছে। চিকিৎসকদের মতে, কিডনি বেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পরেই সাধারণত উপসর্গগুলো বোঝা যায়। অথচ সময়মতো চিকিৎসা হলে বেশির ভাগ ক্ষেত্রেই এই রোগের প্রতিকার সম্ভব।তাই কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে অবহেলা করা চলবে না। যেকোনো উপসর্গ দেখা দিলেই সচেতন হওয়া দরকার, বিশেষ করে ব্যথা হলে।পেট বা পিঠে ব্যথা হওয়া খুব সাধারণ ব্যাপার। এটি গ্যাস্ট্রিক, ভুলভাবে বসা কিংবা ঘুমানোর কারণে হতে পারে।কিন্তু সব ব্যথাই সাধারণ নয়। কিছু ব্যথা কিডনির সমস্যার ইঙ্গিত হতে পারে। এই পার্থক্য যদি না বোঝা যায়, তাহলে বিপদের সম্ভাবনা থাকে। শুধু ব্যথানাশক খেয়ে ব্যথা কমানো যথেষ্ট নয়।দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। চলুন, জেনে নিই যেভাবে বুঝবেন কিডনির অসুখ থেকে ব্যথা হচ্ছে কি না।

ব্যথার অবস্থান

কোন জায়গায় ব্যথা হচ্ছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত হাড়ের দুর্বলতা বা বসার ভঙ্গিমার কারণে কোমরের একেবারে নিচে, শিরদাঁড়ার মাঝখানে ব্যথা হয়। অনেক সময় এই ব্যথা নিতম্ব থেকে ঊরু পর্যন্ত ছড়িয়ে পড়ে।কিডনির ব্যথা হয় একটু ভিন্ন জায়গায়; পাঁজরের শেষ অংশের নিচে, পিঠের পাশে। এটি কোমরের পাশ দিয়ে তলপেটের মধ্যভাগেও ছড়িয়ে পড়তে পারে। শিরদাঁড়ার ঠিক মাঝখানে নয়, বরং পাশের দিকে বেশি অনুভূত হয়।

আরও পড়ুন এসময় আমড়া খাওয়া কি লিভারের জন্য ভালো? 

ব্যথার ধরন

মাংসপেশিতে টান ধরলে বিশ্রাম নিলে তা কমে যায়। আরাম করে বসলে বা শুয়ে থাকলে উপশম হয়। কিন্তু কিডনির ব্যথা একটানা থাকে। যেভাবেই শোয়া-বসা হোক না কেন তাতে আরাম মেলে না। ব্যথা তীব্র হয় এবং সাধারণভাবে বিশ্রামে কমে না। ওষুধে সাময়িক স্বস্তি মিললেও মূল সমস্যা থেকে যায়।

ব্যথার তীব্রতা ও অনুভূতি

পেশির ব্যথা হলে চেপে ধরলে যন্ত্রণা বাড়ে, পেশি প্রসারিত করলে ব্যথা অনুভূত হয়। কিডনির ব্যথা হলে ব্যথার জায়গায় চাপ দিলেও আলাদা কোনো ব্যথা টের পাওয়া যায় না। কিন্তু গভীরে তীব্র যন্ত্রণা হতে থাকে।চিকিৎসকরা বলছেন, ব্যথার পাশাপাশি যদি কোমরের নিচে ফুলে যাওয়া, প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা, প্রস্রাবের রং পরিবর্তন ইত্যাদি উপসর্গ দেখা দেয়, তাহলে তা কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। বিশেষ করে হঠাৎ করে যদি প্রবল ব্যথা শুরু হয়, তা হলে কিডনিতে পাথর থাকার সম্ভাবনা থাকতে পারে। এই ব্যথা নিজে থেকে কমে না গেলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

No comments

Powered by Blogger.