দাম্পত্যজীবনে আল্লাহর রহমত লাভের উপায়
রাতের ইবাদত ও তাহাজ্জুদ মুমিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। রাত জেগে নামাজ আদায় করা বান্দার জন্য আল্লাহর কাছ থেকে অতিরিক্ত সওয়াব অর্জনের এক অনন্য উৎস। কোরআন ও হাদিসে এ ইবাদতের গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যারা রাতের অন্ধকারে দাঁড়িয়ে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করেন, তাদেরকে আল্লাহ প্রিয় বান্দাদের মধ্যে গণ্য করেন। দাম্পত্যজীবনে তাহাজ্জুদ নামাজ বিশেষভাবে বরকত আনতে সক্ষম। যে স্বামী নিজে রাতে নামাজ আদায় করেন এবং স্ত্রীকেও জাগিয়ে তোলেন অথবা যে স্ত্রী নিজে নামাজ আদায় করেন এবং স্বামীকেও জাগিয়ে দেন, তাদের ওপর আল্লাহ বিশেষ রহমত বর্ষিত করেন।
এক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ ওই পুরুষকে রহমত করুন যিনি রাতে নামাজ আদায়ের জন্য জাগ্রত হলেন এবং তার স্ত্রীকে জাগালেন, তারপর যদি স্ত্রী জাগতে গড়িমসি করে তার মুখে পানি ছিটিয়ে দেন। একইভাবে আল্লাহ ওই মহিলাকে রহমত করুন যিনি রাতে নামাজ আদায়ের জন্য জাগ্রত হলেন এবং তার স্বামীকে জাগালেন, তারপর যদি স্বামী জাগতে গড়িমসি করে তার মুখে পানি ছিটিয়ে দেন। (ইবনে মাজাহ)
আরেক হাদিসে এসেছে, যদি কোনো লোক রাতে জাগ্রত হয়ে তার স্ত্রীকে জাগিয়ে দুই রাকাত নামাজ আদায় করে, তাহলে তাদের দুজনের নাম অধিক হারে আল্লাহর জিকিরকারী পুরুষ ও জিকিরকারী মহিলাদের মধ্যে লেখা হবে। (ইবনে মাজাহ)
রাতের ইবাদত ও তাহাজ্জুদ কেবল ব্যক্তিগত আমল নয়, এটি দাম্পত্যজীবনের আনন্দ ও বরকত বৃদ্ধি, সম্পর্কের সৌহার্দ্য ও আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য মাধ্যম। যে দম্পতি একে অপরকে উৎসাহিত করে এ আমল আদায় করে, তাদের জীবন আল্লাহর রহমত ও শান্তিতে পরিপূর্ণ হয়। মহান আল্লাহ সব দম্পতিকে নিয়মিত তাহাজ্জুদ আদায়ের তৌফিক দান করুন। আমিন।
No comments