Adsterra

লোড হচ্ছে...

ডিবি অফিসে সাকিব আল হাসানকে নিয়ে যে তথ্য পান মেঘনা আলম

ডিবি অফিসে সাকিব আল হাসানকে নিয়ে যে তথ্য পান মেঘনা আলম ,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,banglad

মিস আর্থ ২০২০ মেঘনা আলমের দাবি, গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে জিজ্ঞাসাবাদের সময় বলেছিলবাংলাদেশকে বিশ্বে ব্র্যান্ডিং করছেন কেবল সাকিব আল হাসান। নিজের ফেসবুক পোস্টে এমন অভিজ্ঞতা শেয়ার করেন আলোচিত এই সুন্দরী।

মেঘনা জানান, দুই দিনের এক ‘বেআইনি জিজ্ঞাসাবাদে’ তাকে প্রশ্ন করা হয়মিস বাংলাদেশ অর্গানাইজেশন আসলে কী করে ? কেন সরকারি সংস্থা, কূটনৈতিক প্ল্যাটফর্ম আর বিভিন্ন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখে ?

মেঘনা আলম লিখেছেন, তার উত্তর ছিল৮ বছর বয়স থেকে বহুসাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা ও বিদেশ ভ্রমণের অভিজ্ঞতায় তিনি বুঝেছেন, বিশ্ববাসী বাংলাদেশকে হয় চিনেই না, নয়তো দারিদ্র্য, বন্যা, সন্ত্রাসবাদ আর পিছিয়ে পড়া দেশ হিসেবে চেনে। অনেকেই মনে করে বাংলাদেশ সবসময় ভারতের ছায়াতেই পড়ে থাকে।

কিন্তু বাস্তবতা ভিন্ন

  • লন্ডনের বেশিরভাগ “ইন্ডিয়ান রেস্টুরেন্ট” আসলে বাংলাদেশিদের মালিকানায়।
  •  বিশ্বের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের পোশাক তৈরি হয় বাংলাদেশে।
  • সংস্কৃতিতে বাংলাদেশ সমৃদ্ধ ফ্যাশন, গ্ল্যামার, সৌন্দর্য, আধ্যাত্মিকতা, খাদ্য ও সম্প্রীতির অনন্য মিশেলে।
  • আর মানুষ ? বহুভাষিক, উদ্যোক্তা, অভিযোজনক্ষম ও সৃজনশীল।

তাই আমার কাজ হলো বাংলাদেশের positive rebranding করা। বিশ্বের কাছে আমরা করুণা চাওয়ার দেশ নই, বরং সমান মর্যাদার দেশএটাই তুলে ধরা আমার লক্ষ্য।” বলেন মেঘনা।

তিনি আরও জানান, তিনি এক ধরনের ‘অল্টার-ডিপ্লোমেসি’ চালান, যা টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG)-সমন্বিত নারী নেতৃত্বের প্ল্যাটফর্ম।

আরও পড়ুন ভারত থেকে যেভাবে দেশে ঢুকছে জাল নোট

মেঘনার অভিযোগ, ডিবি কর্মকর্তারা তার ব্যাখ্যা শুনে বলেনএসব অর্থহীন। তাদের মতে, “বাংলাদেশের সব ব্র্যান্ডিং তো সাকিব আল হাসান করে ফেলছে। পুরো দুনিয়া তাকে চেনে, এটাই যথেষ্ট।”

এ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেঘনা লেখেন, “আমার মনে হয়েছিল, যদি আমেরিকাকে বলা হয়তোমাদের সিলিকন ভ্যালি লাগবে না, তোমাদের তো বিয়ন্সে আছে! অথবা ফ্রান্সকে বলা হয়তোমাদের ডিপ্লোমেসি দরকার নেই, এমবাপ্পে তো আছেই ! তাহলে কেমন শোনাবে ?”

No comments

Powered by Blogger.