Adsterra

লোড হচ্ছে...

বিবিএসের নাম বদলে হচ্ছে পরিসংখ্যান বাংলাদেশ

বিবিএসের নাম বদলে হচ্ছে পরিসংখ্যান বাংলাদেশ,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের নাম পাল্টে যাচ্ছে। নতুন নাম হচ্ছে- পরিসংখ্যান বাংলাদেশ। একইসঙ্গে সংস্থার প্রধানের পদ পদবীতেও পরিবর্তন আনা হচ্ছে। প্রধানের পদবী হবে প্রধান পরিসংখ্যানবিদ। একটি কাউন্সিল গঠনের মাধ্যমে এই প্রধান নিয়োগ করা হবে। সারা বছরের কাজকর্মও দেখভাল করবে এই কাউন্সিল।এরকম বেশ কিছু প্রস্তাব দিয়েছে পরিসংখ্যান সংক্রান্ত টাস্কফোর্স। তবে দীর্ঘদিন স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের দাবি থাকলেও সেটি আসেনি টাস্কফোর্সের সুপারিশে।সোমবার পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে টাস্কফোর্সের সুপারিশের খসড়া প্রতিবেদন জমা দেন টাস্কফোর্সের প্রধান ড. হোসেন জিল্লুর রহমান। এসময় অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।পরিকল্পনা মন্ত্রণালয়ে সভা শেষে টাস্কফোর্সের প্রধান হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, বিবিএস-এর নাম পরিবর্তন এবং সংস্থার প্রধানের পদ পদবী পরিবর্তনের প্রস্তাব করেছেন তারা। একটি পরিসংখ্যান কাউন্সিল গঠনের মাধ্যমে এই পদে যোগ্য ব্যক্তি খুঁজে নিয়োগ দেওয়া হবে। এর প্রধান হবেন চিফ স্ট্যাটিসিয়ান।স্বাধীন কমিশন হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের একমাত্রিক প্রশ্নের উত্তর দেওয়া চ্যালেঞ্জিং। এটি আমাদের কাজের সূত্রপাতের অংশ ছিল না। সাহসী, সময়োপযোগী, বাস্তবসম্মত সংস্কার প্যাকেজ এ প্রতিবেদনের মাধ্যমে জমা দিয়েছি।হোসেন জিল্লুর রহমান আরও বলেন, টাস্কফোর্স গঠন করা হয়েছে বাংলাদেশের পরিসংখ্যানকে গুণগত পর্যায়ে এবং স্বচ্ছতার পর্যায়ে দৃশ্যমান করার জন্য। এজন্য যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলো নিশ্চিত করা দরকার, সেগুলো কীভাবে সুনির্দিষ্টভাবে বিন্যাস করা যায়, সেগুলো তুলে ধরেছি।পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে স্বাধীন টাস্কফোর্সে ছিলেন এবং বিবিএসের প্রাক্তন মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, র‍্যাপিড-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএসআরটি-র অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মইনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আতনু রব্বানী এবং বিআইডিএস-এর গবেষণা পরিচালক ড. মোহাম্মদ ইউনুস।

আরও পড়ুন বাংলাদেশে সহযোগিতা বাড়াতে চায় আইএমএফ 

No comments

Powered by Blogger.