নতুন বেতন কাঠামোতে আসছে সুখবর
জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জানিয়েছেন, নির্ধারিত ছয় মাসের সময়সীমার আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা সম্ভব হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কমিশনের বৈঠকে তিনি এ তথ্য দেন।
জাকির আহমেদ খান বলেন, গত এক দশকে জিডিপি ও মূল্যস্ফীতি বাড়লেও তার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় হয়নি। তাই একটি সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণে কমিশন কাজ করছে। এর পাশাপাশি বিশেষায়িত চাকরির জন্য আলাদা কাঠামো, আয়করের বিষয় বিবেচনায় বেতন নির্ধারণ, বাড়িভাড়া-চিকিৎসা-যাতায়াত ভাতা হিসাব, মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয় পদ্ধতি, এবং আধুনিক পেনশন ও অবসর সুবিধার প্রস্তাব তৈরি করা হচ্ছে।
তিনি আরও জানান, নতুন কাঠামোয় টেলিফোন, গাড়ি, মোবাইল ফোন সুবিধা, নগদ ভাতা ও রেশন সুবিধা যৌক্তিকীকরণ করা হবে। পাশাপাশি বেতন গ্রেড ও ইনক্রিমেন্টের অসংগতি দূর করার বিষয়েও সুপারিশ করা হবে।
বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য একটি যৌক্তিক বেতন কাঠামো প্রণয়নের নির্দেশ দেন। তিনি বলেন, কাঠামোটি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। একই সঙ্গে তিনি কর্মকর্তাদের জন্য স্বাস্থ্যবীমা চালুর ওপর গুরুত্ব আরোপ করেন। তার মতে, বেতন বৃদ্ধি হলেও বড় অসুস্থতায় অনেক পরিবার অর্থনৈতিক সংকটে পড়ে যায়, অথচ ইন্সুরেন্স থাকলে পরিবার নিরাপদ থাকে। তিনি উদাহরণ টেনে বলেন, প্রতিবেশী কয়েকটি দেশেও এ ধরনের ব্যবস্থা চালু আছে।
No comments