Adsterra

লোড হচ্ছে...

ভিন্ন অবতারে তামান্না

ভিন্ন অবতারে তামান্না,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh

দক্ষিণী সিনেমা থেকে বলিউড,ওটিটি গত দুই দশক ধরে সব মাধ্যমেই নিজের অভিনয় ছাপ ফেলে আসছেন তামান্না ভাটিয়া। এবার তার নতুন ওয়েব সিরিজ 'ডু ইউ ওয়ান পার্টনার'-এ একেবারে ভিন্ন চরিত্রে হাজির হবেন বাহুবলী’খ্যাত এই অভিনেত্রী। এখানে তিনি মদের ব্যবসার জগতে পা বাড়ানো এক বিয়ার স্টার্টআপের উদ্যোক্তার চরিত্রে অভিনয় করছেন।

২০ বছরের ক্যারিয়ারে নানা চরিত্রে দর্শকের মন জয় করলেও এই সিরিজের মাধ্যমে এবার সমাজের এক গভীর বাস্তবতার দরজা খুলতে যাচ্ছেন তামান্না। সিরিজটি মূলত এমন এক বাস্তব ছবিই তুলে ধরে, যেখানে মহিলাদের দেখা যায়, কিন্তু তাদের কথা শোনার ইচ্ছে সমাজের অনেকেরই নেই। তামান্না ভাটিয়া জানান, মেয়েদের দেখতে পছন্দ করে সবাই কিন্তু তাদের কথা শোনার ধৈর্য নেই। তাদের শুধু সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ রাখতেই যেন বেশি আরাম। অনেক সময় তাকেও এই ধরনের সামাজিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তামান্নার স্পষ্ট জবাব, ‘প্রথমেই আমি নিজেকে মানুষ হিসেবে দেখেছি, কখনও লিঙ্গভেদকে আমার পথে বাধা হতে দিইনি। শুনেছি অনেক তির্যক মন্তব্য, কিন্তু তা আমাকে থামাতে পারেনি।’

যদিও বাস্তব জীবনে এই চাপ ছিল, ‘ডু ইউ ওয়ান পার্টনার’-এর সেটে কিন্তু কোনওদিন তা অনুভব করেননি অভিনেত্রী। তিনি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন পরিচালক আর্চিত কুমার, কোলিন ডি’কুনহা এবং প্রযোজক সোমেন মিশ্রকে। তামান্না বলেন, ‘তারা আমাদের প্রতিটি দৃশ্যকে নিজের করে নেওয়ার সুযোগ দিয়েছেন। আমরা যখন বলেছি, একজন নারী হিসেবে এই চরিত্র এভাবে প্রতিক্রিয়া জানাতে পারে, ওই ভাবনাকে সম্মান জানানো হয়েছে।’

সমাজে নারীর অবস্থান নিয়েও বার্তা দিয়েছেন তামান্না। অভিনেত্রীর মতে, প্রত্যেক মহিলার প্রতিক্রিয়া এক নয়, আর সেখানেই পরিচালকরা সংবেদনশীলতা দেখিয়েছেন। একজন মহিলাকে প্রথমে মানুষ হিসেবে দেখতে হবে। তবেই তার মতামত এবং কাজের মূল্যায়ন সত্যি হবে।

No comments

Powered by Blogger.