চোখের ছানির শিকার হতে পারে শিশুরাও, যে লক্ষণে সচেতন হবেন
জন্মগত ক্যাটারাক্ট
কিছু শিশু জন্ম থেকেই ক্যাটারাক্ট নিয়ে জন্মায়। এটি সাধারণত বংশগত সমস্যা। কোনো কোনো ক্ষেত্রে গর্ভাবস্থায় মায়ের কোনো সংক্রমণের ফলে (যেমন রেডিওলজিক্যাল এক্সপোজার, রুবেলা ভাইরাস) এই সমস্যা হতে পারে।ক্রোমোজোমের ত্রুটি বা জিনগত কারণে ছানি পড়তে পারে। তবে আরো কিছু কারণে চোখের লেন্স ক্ষতিগ্রস্ত হয়ে ছানির সমস্যা হতে পারে।
চোখে আঘাত
শিশুদের খেলাধুলা বা কোনো দুর্ঘটনার কারণে চোখে আঘাত লাগলেও সমস্যা হতে পারে। আঘাতের কারণে লেন্সের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে চোখ ঘোলাটে হতে শুরু করে।
সিস্টিক ফাইব্রোসিস ও মেটাবলিক ডিসঅর্ডার
কিছু মেটাবলিক রোগ যেমন গ্যালাকটোসিমিয়া, নিউরোডার্মাটাইটিস ইত্যাদি শিশুদের দৃষ্টিশক্তির সমস্যার কারণ হতে পারে। এই রোগগুলো চোখের লেন্সকে প্রভাবিত করে।
ওষুধের প্রভাব
শিশুদের যদি দীর্ঘ সময় ধরে কিছু ওষুধ খেতে হয়। বিশেষ করে স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে হয়, এটি থেকেও চোখের সমস্যা হতে পারে।
চোখের সংক্রমণ
শিশুদের চোখে সংক্রমণ হলে ক্যাটারাক্টের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে যদি সংক্রমণের চিকিৎসা সময় মতো না হয়, তবে লেন্সের গুণমান খারাপ হতে পারে।
No comments