Adsterra

লোড হচ্ছে...

‘অন্তরঙ্গ দৃশ্য মোটেও সহজ নয়’

অন্তরঙ্গ দৃশ্য মোটেও সহজ নয় ,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী জারিন খান। অনেকটা প্রশ্নের স্বরে তিনি বলেন, অন্তরঙ্গ দৃশ্যে নায়িকার ভূমিকা নিয়েই কেবল প্রশ্ন তোলা হয় ; নায়কেরা করলে সেটার বরং তারিফ করা হয়। জারিনের ভাষ্যে, ‘একই দৃশ্য যখন কোনো নায়ক করেন, তখন তাকে “কুল” বলা হয়। কিন্তু কোনো নায়িকা সেই দৃশ্য করলে সঙ্গে সঙ্গে তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে, তাকে বলা হয় “সহজলভ্য”।’

একই সাক্ষাৎকারে জারিন আরও বলেন, ‘দর্শকের একাংশ ধরে নেয়, যেহেতু আমি পর্দায় এমন দৃশ্য করেছি, বাস্তব জীবনেও আমি তেমন। অথচ এটাই বড় ভুল।’ অভিনেত্রীর দাবি, সাহসী দৃশ্য করার পর নারীরা প্রায়ই আজগুবি প্রশ্ন কিংবা অনভিপ্রেত প্রস্তাবের মুখোমুখি হন। ‘টিভিতে বা সিনেমায় করেছি মানে বাস্তবেও করব, এমনটা ভেবে বসে অনেকেই।’ বলেন তিনি।এর আগেও এ প্রসঙ্গে ক্ষোভ ঝেড়েছিলেন জারিন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, প্রতিষ্ঠিত তারকারা অন্তরঙ্গ দৃশ্য করলে প্রশংসা কুড়ান, অথচ অপেক্ষাকৃত নতুন বা কম জনপ্রিয় নায়িকারা একই দৃশ্য করলে তাঁদের বলা হয়, জনপ্রিয়তা পাওয়ার জন্য এমনটা করছেন।

জারিন আরও মনে করিয়ে দেন, অন্তরঙ্গ দৃশ্য ধারণ করা মোটেও সহজ নয়। ক্যামেরার অ্যাঙ্গেল, আলো, সহঅভিনেতার স্বাচ্ছন্দ্যসবকিছু ভেবে অনেক প্রস্তুতি নিতে হয়। জারিন বলেন, ‘এমন দৃশ্যে সব সময়ই সতর্ক থাকতে হয়, যেন তা অশালীন না হয়ে যায়।

No comments

Powered by Blogger.