ডাকসু নির্বাচন বর্জন করলেন ভিপি প্রার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র সহ-সভাপতি (ভিপি) প্রার্থী তাহমিনা আক্তার ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী।
বিকাল সাড়ে ৩টার দিকে টিএসসিতে সাংবাদিকদের সামনে তাহমিনা বলেন, ‘নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় আধিপত্য লক্ষ্য করছি। অমর একুশে হলে এক শিক্ষার্থীর পক্ষে পোলিং অফিসার ব্যালট পেপার পূরণ করে দিয়েছেন। অন্যদিকে আমাদের ছয়জন পোলিং এজেন্ট রাখার জন্য আগেই তথ্য দেওয়া হয়েছিল, কিন্তু কর্তৃপক্ষ একজনকেও অনুমোদন দেননি।’
তিনি অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে পক্ষপাতমূলক আচরণ দেখা যাচ্ছে। তাই এ প্রহসনমূলক নির্বাচনে অংশগ্রহণ না করে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। তাহমিনা ভোট কারচুপিতে জড়িতদের বিচারও চেয়েছেন।
ভিপি প্রার্থী আরও বলেন, শিবির প্রার্থীর পক্ষে পূর্ব থেকে পূরণ করা ব্যালট ও বিভিন্ন কৌশল প্রয়োগ করে জালিয়াতি করা হচ্ছে। এ কারণে আমি ভিপি পদ থেকে নিজেকে প্রত্যাহার করছি এবং এই ভুয়া নির্বাচন বর্জন ও বয়কট করছি।
তিনি দাবি করেন, শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি এবং নির্বাচন সংশ্লিষ্টদের ওপর অনাস্থা প্রকাশ করছি। তাদের পদত্যাগ এবং বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন রয়েছে।
No comments