Adsterra

লোড হচ্ছে...

নিজের সীমা রক্ষার শক্তি—‘না’ বলতে শেখার দরকার কেন

নিজের সীমা রক্ষার শক্তি না বলতে শেখার দরকার কেন,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh

ব্যস্ত জীবনে আমরা প্রায়ই এমন সব অনুরোধে ‘হ্যাঁ’ বলে দেই, যেগুলো আসলে আমাদের মন, সময় বা সামর্থ্যের সঙ্গে খাপ খায় না। ভদ্রতা, সম্পর্কের চাপ কিংবা কাউকে কষ্ট না দেওয়ার ভয়সব মিলিয়ে অনেকে ‘না’ বলতে পারেন না। কিন্তু বারবার নিজের ইচ্ছার বিরুদ্ধে রাজি হওয়া মানসিক ক্লান্তি, অপ্রয়োজনীয় স্ট্রেস ও আত্মসম্মানহানির কারণ হতে পারে। তাই নিজের সীমা রক্ষার জন্য ‘না’ বলতে শেখা একধরনের আত্মরক্ষার দক্ষতা।

১. মানসিক স্বাস্থ্যের জন্য

সবাইকে খুশি করতে গিয়ে আমরা নিজের চাহিদা ভুলে যাই। অবিরাম দায়িত্ব নিতে নিতে একসময় মনের ওপর চাপ বাড়ে, দেখা দেয় উদ্বেগ বা বিষণ্নতা। গবেষণায় দেখা গেছে, যাঁরা স্পষ্টভাবে ‘না’ বলতে পারেন, তাঁদের মানসিক চাপ তুলনায় অনেক কম।

২. সম্পর্কের স্বচ্ছতা

পরিষ্কার সীমানা সম্পর্ককে শক্ত করে। আপনি যখন যুক্তিসঙ্গত কারণে কোনো অনুরোধ ফিরিয়ে দেন, প্রথমে হয়তো সামান্য অস্বস্তি হবে, কিন্তু দীর্ঘমেয়াদে তা সম্পর্কের প্রতি সততা ও পারস্পরিক সম্মান বাড়ায়।

৩. সময় ও শক্তির সঠিক ব্যবহার

প্রতিদিনের কাজ, পরিবার, নিজের শখসবকিছুর জন্য সময় দরকার। অপ্রয়োজনীয় অনুরোধে বারবার হ্যাঁ বললে নিজের জন্য প্রয়োজনীয় সময় হারিয়ে যায়। ‘না’ বলা মানে নিজের অগ্রাধিকারের প্রতি দায়বদ্ধ থাকা।

৪. আত্মবিশ্বাস বাড়ায়

নিজের পক্ষে দাঁড়ানো এক ধরনের সাহস। একবার ‘না’ বলতে পারলে দেখা যায়, আত্মবিশ্বাস বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দৃঢ় হয়।

৫. কীভাবে শুরু করবেন

  • ছোট থেকে শুরু করুন : প্রথমে ছোট অনুরোধে ভদ্রভাবে না বলার অনুশীলন করুন।
  • কারণ ব্যাখ্যা দিন, অজুহাত নয় : “এখন পারছি না” বা “আমার অন্য পরিকল্পনা আছে”—সংক্ষিপ্ত ও স্পষ্টভাবে বলুন।
  • অতিরিক্ত ব্যাখ্যার দরকার নেই : আপনার সময় ও সীমা আপনারই। অতিরিক্ত যুক্তি দেখালে অপর পক্ষ আপনাকে রাজি করানোর সুযোগ পায়।
  • দোষী বোধ করবেন না : মনে রাখুন, নিজের মঙ্গলও গুরুত্বপূর্ণ।

না’ বলা মানে অশিষ্ট হওয়া নয়। বরং এটি নিজের ও অন্যের প্রতি সম্মান প্রদর্শনের একটি পরিপক্ক উপায়। জীবনে সুস্থ ভারসাম্য রাখতে এই দক্ষতা যত দ্রুত শেখা যায়, ততই ভালো।

No comments

Powered by Blogger.