Adsterra

লোড হচ্ছে...

স্মার্টফোন ফাস্ট চার্জ করার ‍উপায়

স্মার্টফোন ফাস্ট চার্জ করার ‍উপায়,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh

অনেকেই অভিযোগ করেন চার্জে বসিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও দেখা যায় ফুল চার্জ হচ্ছে না। বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। তবে কয়েকটি টিপস মানলে আবার আগের মতো বাড়াতে পারবেন চার্জিং স্পিড। স্মার্টফোনে অবশ্যই এই টিপসগুলো প্রয়োগ করে দেখুন।

কভার খুলে চার্জ দিন

মোবাইলে যদি কভার থাকে তাহলে চার্জিংয়ে বসানোর সময় সেটা খুলে নিন। গরমকালে চার্জিংয়ের ফলে স্মার্টফোনে স্বাভাবিকের তুলনায় বেশ তাপ উৎপন্ন হয়। পাশাপাশি ফোনে যদি কভার থাকে তাহলে ব্যাটারি হিট হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই কভার সরিয়ে ফোন চার্জ করুন। পাশাপাশি আপনার যদি ওয়্যারলেস চার্জিং করার সুবিধা থাকে তাহলে তা এড়িয়ে চলুন। কারণ ওয়্যারলেস চার্জিংয়েও প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়।

গেমিং, ইউটিউব/সোশ্যাল মিডিয়া ব্যবহার নয়

ফোন চার্জিংয়ে বসানোর সময় কখনই ফোনে গেম খেলবেন না। এতে প্রসেসর ও ব্যাটারির উপর অত্যধিক পরিমাণে চাপ তৈরি হয়। যার ফলে গতি কমে যায় চার্জিংয়ের। শুধু তাই নয় ফোনের ব্যাটারির স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। গেমিংয়ের পাশাপাশি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া ঘাঁটবেন না। এর ফলে চার্জিং গতি কমে যায়।

ফোন থেকে ডিলিট করুন অপ্রয়োজনীয় অ্যাপস

অ্যাপ ছাড়া কোনও কিছুই চলে না। তবে যেগুলো দরকার সেগুলো রেখে অপ্রয়োজনীয় বা বর্তমানে দরকার নেই সেগুলো ডিলিট করে দিন। কারণ আপনি ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে সেগুলো ফোনের চার্জ শুষে নেয়। দ্রুত শেষ হয়ে যায় ব্যাটারি এবং চার্জিংয়ের স্পিডও কমে যায়।

সঠিক ইউএসবি চার্জার ব্যবহার করুন

সব সময় ইউএসবি টাইপ সি চার্জার ব্যবহার করুন। তবে সবথেকে জরুরি কোন ওয়াটের চার্জার ব্যবহার করছেন তা জানা। আপনার ফোনের বক্সে বা স্পেসিফিকেশনে চার্জিং ওয়াট লেখা থাকে। তার কম ক্ষমতা সম্পন্ন চার্জার দিয়ে চার্জ করলে গতি ক্রমশ কমে যাবে। ঠিক তেমনই নির্ধারিত ওয়াটের থেকে বেশি ক্ষমতার চার্জার ব্যবহার করলে তা ফোনের ব্যাটারির জন্য ক্ষতিকারক হতে পারে।

সেটিংসে ব্যাটারি হেলথ চেক করুন

এই মুহূর্তে প্রত্যেক স্মার্টফোনেই ব্যাটারি হেলথ অপশন থাকে। সেখানে ক্লিক করে ব্যাটারি ইউসেজ এবং কী কী কারণে ধীর গতিতে চার্জ করুন। তারপর সেই অনুযায়ী পদক্ষেপ নিন। যদি দেখেন সব কিছু ঠিক আছে তাহলে নিকটবর্তী সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

স্মার্টফোন সঠিকভাবে চার্জ দিন

বহু মানুষ আছেন যারা সামান্য চার্জ করেই ব্যবহার শুরু করে দেন। তা অবিলম্বে বন্ধ করা উচিত। স্মার্টফোনের ব্যাটারি ২০ এর নীচে নেমে গেলে তবেই চার্জে বসান। পাশাপাশি স্মার্টফোন ৯০ শতাংশ চার্জ হয়ে গেলে চার্জিং বন্ধ করে দিন। এই প্রক্রিয়া অনুসরণ করা উচিত। বারংবার যদি কিছুক্ষণ চার্জে বসিয়ে ফোন ঘাঁটা শুরু করেন তাহলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে।

সার্ভিস সেন্টারে ফোনটি নিয়ে যান

শেষ উপায় হল সার্ভিস সেন্টার বা স্মার্টফোনের দোকান। যদি ফোন ওয়ারেন্টির মধ্যে থাকে তাহলে সার্ভিস সেন্টারে গিয়ে সুরাহা পেতে পারেন। ফোনে যদি হার্ডওয়্যার সমস্যা থাকে এবং সেটি যদি আপনার ওয়ারেন্টির মধ্যে থাকে তাহলে বিনামূল্যে সারিয়ে নিতে পারবেন। যদি ওয়ারেন্টি পেরিয়ে যায় তাহলে নির্দিষ্ট একটা টাকা খরচ করে স্মার্টফোন সারাতে হবে।

No comments

Powered by Blogger.