Adsterra

লোড হচ্ছে...

ভালো লাগা ফিরিয়ে আনবে এই পাঁচ সহজ অভ্যাস

ভালো লাগা ফিরিয়ে আনবে এই পাঁচ সহজ অভ্যাস,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh

অনেক সময় হঠাৎ করেই মনে হয় সবকিছু যেন থমকে গেছে, ভালো লাগা আর খুঁজে পাওয়া যায় না। জীবনের ব্যস্ততা, একঘেয়েমি কিংবা চাপ এমন অবস্থার জন্ম দেয়। তবে কিছু ছোট্ট পরিবর্তনই ফিরিয়ে আনতে পারে জীবনের স্বাদ। গবেষণা বলছে, পাঁচটি অভ্যাস গড়ে তুলতে পারলে মন-মানসিকতা যেমন ভালো হয়, তেমনি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও পাল্টে যায়।

প্রথমেই দরকার কৃতজ্ঞতার চর্চা। প্রতিদিনের জীবনে ছোট ছোট প্রাপ্তিগুলো মনে করে ধন্যবাদ জানালে ভেতরে জমে থাকা নেতিবাচকতা কমে যায়।

দ্বিতীয়ত, সময় বের করুন হাঁটাহাঁটি বা হালকা ব্যায়ামের জন্য। এটি শুধু শরীর নয়, মনেরও ভার লাঘব করে।

তৃতীয়ত, মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলুন। পরিবার-বন্ধুদের সঙ্গে সময় কাটানো মানসিক শান্তি আনে এবং একাকিত্ব দূর করে।

চতুর্থত, নিজের জন্য কিছু সময় আলাদা রাখুন। বই পড়া, গান শোনা, ভ্রমণ কিংবা প্রিয় কোনো শখ যাই হোক না কেন, তা মনকে নতুন করে উজ্জীবিত করে। আর

পঞ্চমত, অন্যকে সাহায্য করার অভ্যাস গড়ে তুলুন। নিঃস্বার্থভাবে কারও উপকার করলে যে তৃপ্তি পাওয়া যায়, তা জীবনের অর্থকেই নতুনভাবে অনুভব করায়।

জীবন সবসময় সহজ হয় না, কিন্তু দৃষ্টিভঙ্গি বদলালেই কঠিন সময়ও সহনীয় হয়ে ওঠে। এই কয়েকটি অভ্যাস মেনে চললে শুধু ভালো লাগাই নয়, জীবনের মানে খুঁজে পাওয়া যাবে নতুনভাবে।

No comments

Powered by Blogger.