Adsterra

লোড হচ্ছে...

ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের কাছে নতুন করে ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অনুমোদিত এই অস্ত্রচালানে থাকছে আক্রমণাত্মক হেলিকপ্টার, ট্যাংকসহ বিপুল পরিমাণ গোলাবারুদ।

রয়টার্সের প্রতিবেদনে পেন্টাগন ও হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, প্রস্তাবিত এই চালানে রয়েছে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক। এর মধ্যে হেলিকপ্টারের দাম ধরা হয়েছে প্রায় ৩৮০ কোটি ডলার, আর ট্যাংকের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯০ কোটি ডলার। বাকি ৭০ কোটি ডলার ব্যয় হবে যন্ত্রাংশ ও গোলাবারুদের জন্য।

বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় শুরু হওয়া পূর্ণমাত্রার সামরিক অভিযানে এই নতুন অস্ত্রগুলো সরাসরি ব্যবহৃত হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণে ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হওয়ার পর গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। চলমান অভিযানে এখন পর্যন্ত গাজায় ৬২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১ লাখ ৬৬ হাজারের বেশি আহত হয়েছেন।

অন্যদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত দুই বছরে ছয়বার যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হলেও প্রতিবারই তা ভেটো দিয়ে আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র।

এমন প্রেক্ষাপটে আসছে ওয়াশিংটনের এই নতুন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত। এর মধ্যেই আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ফ্রান্স ও সৌদি আরব।

No comments

Powered by Blogger.