কিম জং উন কি তার মেয়েকে উত্তরাধিকারী হিসেবে তৈরি করছেন ?
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার কন্যা কিম জু আয়ের অবস্থানকে উত্তরাধিকারী হিসেবে সুদৃঢ় করছেন বলে দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা জানিয়েছেন। কিম জু আয়ে সম্প্রতি চীনে কিম জং উনের সঙ্গে রাষ্ট্র সফরে যোগ দেন, যা তার বাড়তে থাকা প্রভাব এবং উত্তর কোরিয়ার নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) জানিয়েছে, চীনের সফরের সময় কিম জু আয়ের উপস্থিতি কূটনৈতিক পরিবেশে তার গুরুত্বকে প্রমাণ করেছে। আইনপ্রণেতারা জানিয়েছেন, এনআইএস এখন তাকে কিম জং উনের সবচেয়ে সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে মনে করছে।
বিশেষজ্ঞরা বলছেন, একটি বড় বিদেশি সফরে কিম জু আয়েকে পাশে রাখার মাধ্যমে কিম জং উন একটি স্পষ্ট বার্তা দিয়েছেন—অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মহলে তার ভবিষ্যতের নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে।
No comments