Adsterra

লোড হচ্ছে...

‘জ্যাজ সিটি’ সিরিজে নতুন রূপে আরিফিন

‘জ্যাজ সিটি’ সিরিজে নতুন রূপে আরিফিন,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh

আগেই ঘোষণা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করছেন কলকাতার নির্মাতা সৌমিক সেন। যে সিরিজে অভিনয় করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা। সেই অপেক্ষার অবসান ঘটেছে।

সনি লিভের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে দেখা যাবে এই চিত্রনায়ককে। সদ্যই প্রকাশ হয়েছে সিরিজটির ফার্স্ট লুক ও টিজার, যা ইতোমধ্যে হইচই ফেলেছে দর্শকের মাঝে।

জানা গেছে, ভিন্নধর্মী এক চরিত্রে হাজির হয়েছেন আরিফিন শুভ। আর সিরিজটি শীঘ্রই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

কয়েক সেকেন্ডের টিজারেই আরিফিন শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন লুকে। কোথাও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে মার্জিত ভঙ্গিতে, কোথাও আবার সাদা ঝকঝকে স্যুট পরে নাচছেন। আরও একটি দৃশ্যে ধরা দিয়েছেন সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়। প্রতিটি লুকেই রেট্রো ধাঁচের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ যেন ফুটে উঠেছে।

জনপ্রিয় পরিচালক সৌমিক সেন সিরিজটি নির্মাণ করেছেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে শুধু শুভই নন, ভারতের টালিউড ও বলিউডের বেশ কিছু পরিচিত মুখও যুক্ত হয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সৌরসেনি মিত্রা, যিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন।

পুরো সিরিজের শুটিং করা হয়েছে রেট্রো স্টাইলের সেটে, যা সময়টা তুলে ধরেছে। প্রযোজনা সংস্থা দাবি করেছে, দর্শক যেন সত্যিই ৭০-এর দশকে ফিরে যাওয়ার অনুভূতি পান, সেটিই তাদের প্রধান লক্ষ্য ছিল।

এদিকে, সিরিজটিতে শুভর লুক প্রকাশের পর থেকেই দর্শক ও শুভভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজ কেবল ভিন্ন স্বাদের গল্পই নয়, বরং শুভর নতুন রূপও দর্শকদের জন্য হবে বড় চমক।

বলিউডে পা রাখলেন শুভ, এটা তার ভক্তদের জন্যও দারুণ এক সুখবর। এখন সিরিজটির পূর্ণাঙ্গ একক টিজার প্রকাশের অপেক্ষায় ভক্তরা। তাতেই বোঝা যাবে, বলিউডে শুভর ম্যাজিক কতটা খাটতে যাচ্ছে।

No comments

Powered by Blogger.