Adsterra

লোড হচ্ছে...

অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ চলছে : মির্জা আব্বাস

 

অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ চলছে : মির্জা আব্বাস , ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

এক শ্রেণির লোকেরা নির্বাচন চাইছে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না, অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ চলছে।শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।মাজার ও বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুরসহ অস্থিরতা সৃষ্টি করা বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক, এটা কোনো মারামারির মধ্যেকার ঘটনা নয়।নাক দিয়ে এখনো তার রক্ত বের হচ্ছে। অবস্থা খুব একটা ভালো না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। কী উদ্দেশে কারা কারা জড়িত, তা বের করে তাদের বিচার করতে হবে।’ তিনি বলেন, ‘সরকার নুরকে দেশের বাইরে পাঠানোর কথা বলেছি, কিন্তু এখনো না পাঠানোয় আমি হতাশ। এই ধরনের ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সরকারের উচিত ছিল। শুধু বিদেশে পাঠিয়ে দিলে হবে না, ওর (নুর) যে সমস্যা সেই সমস্যার চিকিৎসা যে দেশে ভালো হবে, তাকে সেই দেশে নেওয়া ভালো হবে।’তিনি আরো বলেন, ‘আমি মনে করি, নুরের চিকিৎসা ভালো ট্রিটমেন্ট জার্মানিতে হয়।সিঙ্গাপুর ব্যাংককে চিকিৎসা ভালো হবে না। নুর ভালো হয়ে আবার ফিরে আসুক সেটিই আমরা চাই। সরকারকে অনুরোধ করব, ভালো তত্ত্বাবধানে বিদেশে ভালো জায়গায় চিকিৎসার ব্যবস্থা করুন, শুধু বিদেশে পাঠিয়ে দিয়ে ক্ষান্ত হবেন না।’এক প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস বলেন,‘মাসখানেক আগে শুনেছিলাম, কিছু লোককে টার্গেট করে হামলা হবে। সরকারের দেখা দরকার, কোথা থেকে এই হামলাগুলো করা হচ্ছে।যদি না হয়, জনগণ বুঝবে, সরকার তাদের কমান্ড ধরে রাখতে পারছে না।’এ সময় মির্জা আব্বাসের সঙ্গে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

No comments

Powered by Blogger.