Adsterra

লোড হচ্ছে...

প্রথম ডেটিংয়ে যা নিয়ে আলাপ করতে পারেন

প্রথম ডেটিংয়ে যা নিয়ে আলাপ করতে পারেন,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh

প্রথমবার ডেট মানেই উত্তেজনা, কিছুটা ভয়, দ্বিধা, আবার একে অপরকে জানার চেষ্টা। এই দিনে সঙ্গীর সঙ্গে কী নিয়ে কথা বলবেন, সেটা অনেকেই বুঝে উঠতে পারেন না। আর কে প্রথম কথা শুরু করবেন তা নিয়েও চিন্তিত থাকেন। এটা অস্বাভাবিক কিছু নয়। যারা এ ধরনের সমস্যা নিয়ে চিন্তিত তাদের জন্য রইল কিছু টিপস।

পছন্দ-অপছন্দ নিয়ে কথা শুরু করতে পারেন

খাবার, সিনেমা, গান, পোশাকএই সব বিষয় নিয়ে হালকা ভাবে আলোচনা শুরু করা যেতে পারে। তাহলে সহজেই জমে উঠবে আড্ডা। এ এই বিষয়টা খুব গুরুতর আলাপর নয়। আবার নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই জিনিসগুলো নিয়ে কথা বলতে যে কেউ ভালোবাসেন।

পরিবার নিয়েও কথা বলতে পারেন

বাড়িতে কে কে আছেন, সবাই কী করেন এসব নিয়েও আলাপ করতে পারেন। পরিবার নিয়ে কথা বললে বোঝা যায় কে কতটা পরিবারকেন্দ্রিক। তবে প্রথম ডেটেই আবার পরিবারের খুব ব্যক্তিগত বিষয় শেয়ার না করাই ভালো।

শৈশব স্মৃতি নিয়ে গল্প করতে পারেন

ছোটবেলার মজার ঘটনা বা দুরন্তপনার গল্প করতে পারেন। এতে একজন অন্যজনকে আরও ভালো ভাবে চিনতে পারেন।

পেশা ও পড়াশোনা নিয়েও আলাপ চলতে পারে

কী কাজ করেন, কোথায় পড়েছেন, ভবিষ্যতে কী করতে চানএই সব নিয়ে কথা বললে একজনের জীবনদর্শন বোঝা যায়।

ভ্রমণের অভিজ্ঞতা

ভ্রমণ নিয়ে কথা বললে অনেক আনন্দের স্মৃতি ভাগ করে নেওয়া যায়। পাশাপাশি জানা যায় কে কতটা অ্যাডভেঞ্চার ভালোবাসেন।

প্রিয় বই/ছবি/গান

এই সব নিয়ে আলোচনা করলে রুচির মিল বোঝা যায়। পাশাপাশি একসঙ্গে নতুন কিছু আবিষ্কারের সুযোগও তৈরি হয়।

পছন্দের রেস্তরাঁ বা কফি শপ

কোথায় খেতে ভালো লাগে, কফি না চাএই সব হালকা কথাবার্তা ডেটকে সহজ ও স্বচ্ছন্দ করে তোলে।

ভবিষ্যতের স্বপ্ন

পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান, বা জীবনে কী অর্জন করতে চানএমন আলোচনা গভীর সংযোগ গড়ে তোলে। যদিও এসব আলাপ একটু সিরিয়াস দিকে চলে যায়। তবে কথাবার্তার একদম শেষের দিকে অল্প স্বল্প এই ধরনের কথাও বলা যায়।

হাস্যরস

মজার ঘটনা বা জোকস শেয়ার করলে ডেট মজাদার হয়ে ওঠে। তবে সব সময় সংবেদনশীলতা বজায় রাখুন। সব শেষে মনে রাখবেন, প্রথম ডেট মানেই পারফেক্ট হওয়া জরুরি নয়। বরং খোলামেলা কথা বলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

No comments

Powered by Blogger.