Adsterra

লোড হচ্ছে...

ভিটামিন ‘এ’-এর খনি যে সবজি, তরতরিয়ে কমাবে ওজন


ভিটামিন ‘এ’-এর খনি যে সবজি, তরতরিয়ে কমাবে ওজন , ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

বর্তমানে কম বয়সেই মানুষ নানা রোগে আক্রান্ত হন। হানা দেয় একাধিক ক্রনিক রোগ। যা প্রতিরোধ করতে সঠিক খাদ্যাভাসের দিকে নজর দেওয়া প্রয়োজন। আমাদের হাতের কাছে এমন কিছু খাবার রয়েছে, যা শরীরকে সুস্থ করে তুলতে পারে।তেমনই একটি সবজি হলো মিষ্টি আলু বা রাঙা আলু। এই আলুতে এমন কিছু গুণ রয়েছে, যা শরীরের বিভিন্ন সমস্যা কমাতে সাহায্য পারে। শারীরিক অসুস্থতার কারণে আলু খেতে না পারলে বিকল্প হিসেবে খেতে পারেন রাঙা আলু। শুধু স্বাদই নয়, এই সবজির উপকারিতায় থাকবেন নীরোগ।স্বাদে মিষ্টি, স্বাস্থ্যে অতুলনীয় মিষ্টি আলু স্বাস্থ্য রক্ষার এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। গবেষণায় দেখা গেছে, মিষ্টি আলুতে ভিটামিন এ-এর পরিমাণ সাদা আলুর তুলনায় প্রায় ১ হাজার গুণ বেশি থাকে। যা চোখের স্বাস্থ্য ভালো রাখে। নিয়মিত খেলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের যত্নেও অত্যন্ত উপকারী।মিষ্টি আলুতে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে, যা শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি যেমন হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সার থেকে রক্ষা করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত মিষ্টি আলু খাওয়া শরীরের প্রতিরক্ষা শক্তি বাড়ায় এবং সুস্থ জীবনধারা বজায় রাখতে সাহায্য করে।বিশেষজ্ঞরা বলছে, মিষ্টি আলু খেলে সুগার দ্রুত বাড়ে না। এই আলুতে রয়েছে অনেকটা ফাইবার। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং শরীরে গ্লুকোজের পরিমাণ ধরে রাখতে রাঙা আলু উপকারী।বিশেষজ্ঞদের মতে, নিয়মিত রাঙা আলু খেলে শরীরে কোলেস্টরলের মাত্রা কমাতে সাহায্য করে, সেই সঙ্গে ভালো থাকে হার্ট।ফাইবার সমৃদ্ধ রাঙা আলু ধীরে ধীরে পাচিত হয়। ফলে পেট ভরে তাড়াতাড়ি। যারা ওজন কমাতে চাইছেন, তাদের ভুল খাদ্যাভাসের প্রবণতা কমাতে পারে রাঙা আলু। ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানেও কার্যকরী রাঙা আলু। রাঙা আলুতে থাকা পটাশিয়াম স্নায়ুতন্ত্রের উপযুক্ত কার্যকারিতা নিয়ন্ত্রণে রাখে।এ ছাড়া রাঙা আলু কিডনি ভালো রাখে। এই আলুতে অনেকটা পরিমাণে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। ফলে হাড়ের জন্য এই খাবারটি অত্যধিক পরিমাণে ভালো।


No comments

Powered by Blogger.