হাসপাতালে ভর্তি নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু
চোখের সমস্যায় ভুগছেন চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। তাকে গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে তার চোখে একটি অপারেশনও করা হয়েছে। চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু নিজেই।
বেশকিছুদিন ধরে চোখের ছানি সমস্যা ভুগছিলেন গুণী এই নির্মাতা। গণমাধ্যমকে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, আজ সকালে ইসলামিয়া চক্ষু হাসপাতালে আমার চোখের ছানি অপারেশন হয়েছে। আমি এখন মোটামুটি ভালো আছি, আমার জন্য সবাই দোয়া করবেন।
চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় দেলোয়ার জাহান ঝন্টু। এ পর্যন্ত তিনি ৮৮টি চলচ্চিত্র পরিচালনা করেছেন-যা বাংলাদেশি চলচ্চিত্রে কোনো একক পরিচালকের পরিচালিত সর্বাধিক চলচ্চিত্র। এছাড়া তিনি সাড়ে তিন শতাধিক চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন।
No comments